একযোগে ঝাঁপিয়ে পড়ুন ভোট-ময়দানে: নির্বাচনী কমিটির বৈঠকে বার্তা অভিষেকের

খড়্গপুরে প্রায় ঘণ্টা তিনেক বৈঠকে নির্বাচনী রণকৌশল নিয়ে সবিস্তারে আলোচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

দলের সংগঠনকে আরও মজবুত ও শক্তিশালী করতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সোমবার, দুপুরে ঘাটাল ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠক করলেন অভিষেক। খড়্গপুরে প্রায় ঘণ্টা তিনেক বৈঠকে নির্বাচনী রণকৌশল নিয়ে সবিস্তারে আলোচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বৈঠকে ছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব, মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া-সহ দুই লোকসভা কেন্দ্রের নেতৃত্ব। বৈঠকে সকলের কথা শোনেন অভিষেক। পরামর্শ দিয়ে বলেন, সবকিছু একপাশে সরিয়ে রেখে একযোগে ঝাঁপিয়ে পড়ে নির্বাচন করার বার্তা দেন অভিষেক। এর আগেও সাংগঠনিক বৈঠকে দলীয়ে নেতা-কর্মীদের সব রকম মনমালিন্য দূরে রেখএ নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।