Friday, August 22, 2025

অভিষেকের উপরে হামলার ছককষা রাজারাম কে? ট্রানজিট রিমান্ডে কলকাতা আনল পুলিশ

Date:

রেইকি করতে সিদ্ধহস্ত মুম্বাইয়ের রাজারাম রেগে (Rajaram Rege)। এমনকি এই কাজে সে কতটা সফল তার একটা উদাহরণ ২৬/১১ মুম্বাই হামলা (26/11 Mumbai attack)। সেই রাজারামই রেইকি (recce) করেছিল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপর। কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার হওয়া রাজারাম যেভাবে সফল মুম্বাই হামলার পিছনে ছিল সেভাবেই হামলার ছক কলকাতাতেও কোনও হামলা করার উদ্দেশ্য ছিল না কি না, এবার সেটাই খতিয়ে দেখবে কলকাতা পুলিশ।

২৬/১১ মুম্বাই হামলার অন্যতম চক্রী পাকিস্তানি-আমেরিকান ডেভিড হেডলি (David Headley)। বর্তমানে তিনি আমেরিকার জেলে ৩৫ বছরের সাজায় রয়েছেন। সেখানেই বিচার প্রক্রিয়া চলাকালীন ২০১৬ সালে হেডলি দাবি করেছিলেন তিনি শিবসেনা ভবন ও বাল ঠাকরের (Bal Thackeray) উপর আক্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু শিবসেনা ভবনের নিরাপত্তা পেরিয়ে বাল ঠাকরে পর্যন্ত কীভাবে পৌছনোর পরিকল্পনা ছিল হেডলির? আদালতে হেডলিকে জানিয়েছিলেন শিবসেনার কর্মী রাজারাম রেগে তাঁকে সব ধরনের তথ্য সরবরাহ করছিলেন। যদিও প্রাথমিকভাবে সেই দাবি নস্যাৎ করে দিয়েছিল খোদ শিবসেনা ও রাজারাম নিজে। তবে ২৬/১১ মুম্বাই হামলার এই সব তথ্য পেশের পরই দেশের ভিতরে থেকে কারা এই দুষ্কৃতি কাণ্ডে মদত দিয়েছিলেন, তাঁদের খোঁজ পেতে হেডলিকে রাজসাক্ষী করা হয় সেই ঘটনার।

সেই সময় রাজারাম দাবি করেছিলেন কয়েক সেকেন্ড তাঁর সঙ্গে হেডলির একবারই কথা হয়েছিল। যদিও হেডলি আদালতে ফের দাবি করেছিলেন আমেরিকায় শিবসেনার (Shiv Sena) জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যেখানে প্রাথমিকভাবে বাল ঠাকরেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই সময় রাজারাম তাঁকে সাহায্য করেন। যদিও পরে রাজারামের মারফৎই তিনি জানতে পারেন শারীরিক কারণে বাল ঠাকরের পক্ষে যাওয়া সম্ভব না। সেবার বাল ঠাকরে আমেরিকার সেই অনুষ্ঠানে যোগ দিলে হেডলির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়ে যেত, যার কারিগর হতেন রাজারামই।

সোমবার কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ACP) মুরলিধর শর্মা সাংবাদিক বৈঠক করে জানান, “কোনওভাবে তিনি (রাজারাম) অভিষেকের ফোন নম্বর ও তাঁর পিএ-র ফোন নম্বর পান। তিনি দেখা করতে চাওয়ার জন্য অনুমতিও চান।” এখানেই কলকাতা পুলিশের আশঙ্কা মুম্বাইয়ের হামলার মতো দেখা করার অছিলায় কোনও অসৎ উদ্দেশ্য ছিল বলেই। ২৬/১১-র ঘটনায় হেডলিকে মদত দেওয়ার পরেও মহারাষ্ট্রের ক্ষমতাসীন দলের কর্মী হিসাবেই কী বাইরে রয়েছেন রাজারাম রেগে? সেই জোরেই কী এবার কলকাতা ও বাংলার রাজনীতিকদের টার্গেট করার কাজে তাঁকে কেউ ব্যবহার করছেন? ট্রানসিট রিমান্ডে কলকাতায় এনে এবার তদন্ত শুরু করবে কলকাতা পুলিশ। সোমবার তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version