Thursday, August 21, 2025

বিরোধী জোটের মঞ্চে দাঁড়িয়ে সুনিতা কেজরিওয়াল (Sunita Kejriwal) দাবি করেছিলেন তাঁর স্বামী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলের ভিতরেই মেরে ফেলার চক্রান্ত করছে বিজেপি। রবিবার তাঁর এই অভিযোগের পরই সোমবার রাতে ইনসুলিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। সোমবার ক্রমশ বাড়তে বাড়তে তাঁর সুগারের মাত্রা (sugar level) ৩২০ হয়ে যায়। নিয়মিত ইনসুলিন নেওয়া রোগির ক্ষেত্রে যা মারাত্মক। এরপরই তিহার জেল কর্তৃপক্ষ তাঁকে ইনসুনিল (insulin) নেওয়ার অনুমতি দেয়।

বিজেপির স্বৈরতান্ত্রিক শাসনে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহারে ইতিমধ্যেই চরম মাশুল দিচ্ছে বিজেপি বিরোধী প্রায় প্রতিটি দল। এবার জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়ালকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বাধা দেওয়ার অভিযোগ সরব হলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। রবিবার রাঁচিতে (Ranchi) জোটের মঞ্চ থেকে সুনিতা কেজরিওয়াল দাবি করেন কেন্দ্র সরকার ইনসুলিন বন্ধ করে রেখেছে কেজরিওয়ালের। তাঁর স্বামীর দিনে ৫০ এমএল ইনসুলিনের প্রয়োজন হয়। তিনি ১২ বছর ধরে সুগারের রোগী। অথচ তিহার জেল (Tihar jail) কর্তৃপক্ষ দাবি করে এইমস-এর সঙ্গে পরামর্শেই তাঁরা ইনসুলিন দেওয়ার ব্যাপারে সম্মতি দেননি। সোমবার রাতারাতি সিদ্ধান্ত বদল তিহার জেল কর্তৃপক্ষের।

সোমবার কেজরিওয়ালের সুগার পরীক্ষার রিপোর্টে দেখা যায় তাঁর সুগার বেড়ে ৩২০ হয়ে গিয়েছে যার স্বাভাবিক মাত্রা ৭০ থেকে ১০০। এরপরই সোমবার সন্ধ্যা থেকে তাঁর ইনসুলিনের অনুমতি দেয় জেল কর্তৃপক্ষ। দশদিন ধরে আবেদন করেও যে ফল ইতিবাচক হয়নি, জোটের মঞ্চে অভিযোগ করতেই তাতে ফল মিলেছে। অন্যদিকে মঙ্গলবার দিল্লি আদালতে কেজরির বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে। ৭ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে তিহার জেলেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version