তখনও নির্ঘণ্ট প্রকাশ করেনি কমিশন (Election Commission) , গত ১০ মার্চ ব্রিগেডের (Brigade ) জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছিল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। মঞ্চ থেকেই একের পর এক চমক দিয়ে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন মঞ্চে দাঁড়িয়ে প্রার্থীদের নাম ঘোষণা করছেন, তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee) প্রার্থীদের নিয়ে র্যাম্পে হেঁটে জনগণের মাঝে পৌঁছে যাচ্ছেন। সেদিনই বোঝা গিয়েছিল এবার লোকসভা ভোটে একেবারে কর্পোরেট ধাঁচে পরিকল্পনা মাফিক প্রচারে ঝাঁজ বাড়াবে তৃণমূল।
রাজ্যের সাত দফায় ইতিমধ্যেই প্রথম পর্বে তিন কেন্দ্রে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। আগামী শুক্রবার দ্বিতীয় পর্বে উত্তরবঙ্গে আরও তিন আসনে ভোট গ্রহণ। ম্যারাথন নির্বাচনী প্রক্রিয়ায় বাকি আসনগুলিতে প্রচারে বিজেপি সহ বিরোধীদের কোণঠাসা করতে পুরোপুরি কর্পোরেট ধাঁচে প্রচার পরিকল্পনা সাজিয়েছে তৃণমূল।