Monday, May 5, 2025

তখনও নির্ঘণ্ট প্রকাশ করেনি কমিশন (Election Commission) , গত ১০ মার্চ ব্রিগেডের (Brigade ) জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছিল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। মঞ্চ থেকেই একের পর এক চমক দিয়ে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন মঞ্চে দাঁড়িয়ে প্রার্থীদের নাম ঘোষণা করছেন, তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee) প্রার্থীদের নিয়ে র‌্যাম্পে হেঁটে জনগণের মাঝে পৌঁছে যাচ্ছেন। সেদিনই বোঝা গিয়েছিল এবার লোকসভা ভোটে একেবারে কর্পোরেট ধাঁচে পরিকল্পনা মাফিক প্রচারে ঝাঁজ বাড়াবে তৃণমূল।

রাজ্যের সাত দফায় ইতিমধ্যেই প্রথম পর্বে তিন কেন্দ্রে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। আগামী শুক্রবার দ্বিতীয় পর্বে উত্তরবঙ্গে আরও তিন আসনে ভোট গ্রহণ। ম্যারাথন নির্বাচনী প্রক্রিয়ায় বাকি আসনগুলিতে প্রচারে বিজেপি সহ বিরোধীদের কোণঠাসা করতে পুরোপুরি কর্পোরেট ধাঁচে প্রচার পরিকল্পনা সাজিয়েছে তৃণমূল।

নির্বাচনী জনসভা থেকে জনসংযোগ কিংবা তারকা প্রচারককে নিয়ে প্রার্থীর বর্ণাঢ্য রোড শো—সবেতেই থাকছে সেই কর্পোরেট ছোঁয়া। শুধু সফল কর্মসূচি আয়োজনেই শেষ হয়ে যাচ্ছে না তৎপরতা। কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া কতটা, নেতিবাচকই বা কী উঠে আসছে, এসব নথিবদ্ধ হচ্ছে একেবারে পেশাদারি কায়দায়। সৌজন্যে তৃণমূলের শক্তপোক্ত সংগঠন ও ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপ্যাক)। পাশাপাশি ফেসবুক, টুইটার, ইউটিউব, সহ সোশ্যাল মিডিয়াকে একশো শতাংশ ব্যবহার করা হচ্ছে প্রচারে। সব মিলিয়ে নিখুঁত পেশাদারি কায়দায় পরিচালিত হচ্ছে রাজ্যজুড়ে তৃণমূলের প্রচার।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version