Sunday, November 9, 2025

ভোট বঙ্গে কর্পোরেট প্রচার পরিকল্পনায় বিরোধীদের ১০ গোল তৃণমূলের

Date:

তখনও নির্ঘণ্ট প্রকাশ করেনি কমিশন (Election Commission) , গত ১০ মার্চ ব্রিগেডের (Brigade ) জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছিল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। মঞ্চ থেকেই একের পর এক চমক দিয়ে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন মঞ্চে দাঁড়িয়ে প্রার্থীদের নাম ঘোষণা করছেন, তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee) প্রার্থীদের নিয়ে র‌্যাম্পে হেঁটে জনগণের মাঝে পৌঁছে যাচ্ছেন। সেদিনই বোঝা গিয়েছিল এবার লোকসভা ভোটে একেবারে কর্পোরেট ধাঁচে পরিকল্পনা মাফিক প্রচারে ঝাঁজ বাড়াবে তৃণমূল।

রাজ্যের সাত দফায় ইতিমধ্যেই প্রথম পর্বে তিন কেন্দ্রে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। আগামী শুক্রবার দ্বিতীয় পর্বে উত্তরবঙ্গে আরও তিন আসনে ভোট গ্রহণ। ম্যারাথন নির্বাচনী প্রক্রিয়ায় বাকি আসনগুলিতে প্রচারে বিজেপি সহ বিরোধীদের কোণঠাসা করতে পুরোপুরি কর্পোরেট ধাঁচে প্রচার পরিকল্পনা সাজিয়েছে তৃণমূল।

নির্বাচনী জনসভা থেকে জনসংযোগ কিংবা তারকা প্রচারককে নিয়ে প্রার্থীর বর্ণাঢ্য রোড শো—সবেতেই থাকছে সেই কর্পোরেট ছোঁয়া। শুধু সফল কর্মসূচি আয়োজনেই শেষ হয়ে যাচ্ছে না তৎপরতা। কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া কতটা, নেতিবাচকই বা কী উঠে আসছে, এসব নথিবদ্ধ হচ্ছে একেবারে পেশাদারি কায়দায়। সৌজন্যে তৃণমূলের শক্তপোক্ত সংগঠন ও ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপ্যাক)। পাশাপাশি ফেসবুক, টুইটার, ইউটিউব, সহ সোশ্যাল মিডিয়াকে একশো শতাংশ ব্যবহার করা হচ্ছে প্রচারে। সব মিলিয়ে নিখুঁত পেশাদারি কায়দায় পরিচালিত হচ্ছে রাজ্যজুড়ে তৃণমূলের প্রচার।

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version