Sunday, November 2, 2025

দমকা হাওয়ায় ভাঙল ৪৯ কোটি টাকার নির্মীয়মান সেতু! চাঞ্চল্য তেলেঙ্গানায়

Date:

দমকা হাওয়ার জের! আর তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতুর (Under Construction Bridge) একাংশ। তেলঙ্গানার (Telengana) পেদাপল্লী জেলার এমন খবর সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও ব্রিজ তৈরির কাজ এখনো শেষ হয়নি। সোমবার রাত ৯টা ৪৫ নাগাদ ভেঙে পড়ে তেলঙ্গানার পেদাপল্লী জেলার এই নির্মীয়মান সেতুটি। স্থানীয়দের দাবি, সে সময় জোরে হাওয়া দিচ্ছিল, আর তাতেই নাকি এমন কাণ্ড ! তবে দুর্ঘটনার জেরে অল্পের জন্য প্রাণে বাঁচেন বেশ কয়েকজন মানুষ। কিন্তু দমকা হাওয়ায় কীভাবে নির্মীয়মান সেতু ভেঙে পড়ল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এদিকে সোশ্যাল মিডিয়ায় সেতু ভেঙে পড়ার ভিডিও ভাইরাল। বিষয়টি সামনে আসতেই চরম সমালোচনায় সরব নেটিজেনরা।

তবে এই সেতু তৈরির জন্য ২০১৬ সালে মোট ৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেতুটির নির্মাণ এক বছরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ ৮ বছর কেটে গেলেও কাজ সেই তিমিরেই পড়ে রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সরকার ঠিক সময় টাকা না দেওয়ায় এক বছরের মধ্যেই নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তারপরই এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, নির্মীয়মান সেতুর দু’টি স্তম্ভের উপর মোট ৫টি কংক্রিটের পাত ছিল। কিন্তু সোমবার দমকা হাওয়ার কারণে তার মধ্যে দু’টি ভেঙে পড়ে এই বিপত্তি।

প্রত্যক্ষদর্শীদের মতে, অল্পের জন্য এদিন প্রাণে বাঁচেন বেশ কয়েকজন বরযাত্রী৷ কারণ ঠিক ওই সময় ৬৫ জন বরযাত্রীকে নিয়ে একটি বিয়ে বাড়ির বাস সেতুর সামনে নীচ দিয়ে যাচ্ছিল। আর বাসটি চলে যাওয়ার এক মিনিট পরেই ভেঙে পড়ে সেতুটি।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version