Tuesday, August 12, 2025

কাশ্মীরের পর এবার দিল্লি, নয়া ‘ফাইল’ খুলতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী

Date:

বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নামটার সঙ্গে বিতর্ক শব্দটা যেন সমার্থক হয়ে গেছে। ২০২২ সালে মুক্তি পেয়ে গোটা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। ভূস্বর্গের অন্দরের ভয়ঙ্কর ছবিটা বড় পর্দায় দেখে শিউড়ে উঠেছিল দেশ। সিনেমা রিলিজ রোধের জন্য একাধিক হুমকি পেয়েছিলেন বিবেক। কিন্তু তাতেও দমবার পাত্র নন পরিচালক। এবার নিলেন নতুন চ্যালেঞ্জ।’দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পর এবার তাঁর অস্ত্র এবার ‘দ্য দিল্লি ফাইলস’ (The Delhi Files)। অচেনা রাজধানীর অজানা তথ্য কি এবার সকলের সামনে ফাঁস হতে চলেছে? সোশাল মিডিয়ায় এই ছবি নিয়েই বড়সড় আপডেট দিলেন বিবেক নিজেই।

বিবেক অগ্নিহোত্রী ২০২২ সাল থেকেই খবরে আছেন। যে ছবি ঘিরে বিতর্ক হতে পারে সেইদিকেই তাঁর আকর্ষণ বেশি। শোনা যাচ্ছে ‘দ্য তাসখন্দ ফাইলস’ বা ‘দ্য কাশ্মীর ফাইলস’- এর মতো ‘দ্য দিল্লি ফাইলস’ ছবিতেও বিবেকের সঙ্গে জুটি বাঁধতে পারেন অভিনেতা অনুপম খের। নয়ের দশকে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা হয়েছিল, কীভাবে পরিবারগুলির উপর চলেছিল নিপীড়ন, সেই বাস্তব চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। এই ছবির সিক্যুয়েল নিয়ে ভাবনার চিন্তার মাঝেই দিল্লির গল্প। বিবেক তাঁর এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘এই বছরেই দ্য দিল্লি ফাইলসের শুটিং শুরু হবে। পরের বছর এই ছবির মুক্তি। এই ছবিতে কোনও বড় স্টার নেই, রয়েছে বড় বিষয়।’ যেহেতু রাজধানী মানেই সেখানে রাজনীতির আধিক্য। তাহলে কি দেশীয় পলিটিক্স নিয়ে আলোড়ন তৈরি করতে চলেছেন বিবেক? হয়তো এই ছবিতে উঠে আসবে এমন নেতা নেত্রী বা দলের কথা যা আরও এক বড় বিতর্ক তৈরি করবে, আশঙ্কা বিনো- দুনিয়ার।

 

Related articles

লোকসভায় গৃহীত বিচারপতি যশবন্ত ভর্মার ইম্পিচমেন্ট প্রস্তাব

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিচারপতি যশবন্ত ভর্মার (Yashwant Varma) ইম্পিচমেন্ট প্রস্তাব গৃহীত হল লোকসভায়। মঙ্গলবার, লোকসভার স্পিকার ওম বিড়লা...

মোদির ভুল নীতির মাশুল! ১৩ হাজার কোটি ক্ষতির মুখে গোটা দেশ

বছরের পর বছর ধরে ট্রাম্পকে বন্ধু দাবি করে সেই বিরাট ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র...

SIR-র বিরুদ্ধে প্রতিবাদ, হাইকোর্টের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মহিলার! 

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ কেন? মঙ্গলের সকালে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরেই এসআইআরের (SIR) প্রতিবাদে...

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...
Exit mobile version