Thursday, August 21, 2025

পাটনা রেল স্টেশনের কাছে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire incident in Patna)। এদিন সকাল ১১টা নাগাদ ব্যস্ত রেলস্টেশন থেকে মাত্র ৫০ মিটার দূরের হোটেলে আচমকাই সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। আহতদের স্থানীয় পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Patna Medical College Hospital)ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেতেই তৎপর হয়েছে দমকল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ফায়ার ব্রিগেড কর্মকর্তা।

অগ্নিকাণ্ডের খবর মিলতেই দ্রুত ঘটনাস্থলে যান হোম গার্ড ও ফায়ার সার্ভিসের ডিজি। তিনি জানান, ১৬ হাজারের বেশি হোটেলের ফায়ার অডিট করা হয়েছে। এখনও সেই কাজ চলছে। ফায়ার অডিটে নির্দিষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু অনেকেই তা মানেন না। প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের জেরেই হোটেলের দুর্ঘটনা বলে তিনি জানিয়েছেন। প্রবল হাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় চার চাকার গাড়ি, দুই চাকার গাড়ি এবং অটোরিকশা সহ বেশ কয়েকটি যানবাহনও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায় আগুন পাল হোটেল থেকে শীঘ্রই নিকটবর্তী অমৃত হোটেল এবং অন্যান্য ভবনে ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও দমকল।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version