Saturday, November 8, 2025

রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচন! ভোট কর্মীদের মধ্যে চূড়ান্ত তৎপরতা

Date:

আগামিকাল, শুক্রবার চলতি লোকসভা নির্বাচনের (Loksabha Election) দ্বিতীয় দফায় রাজ্যের তিন কেন্দ্রে ভোট গ্রহণ। গত, শুক্রবার উত্তরবঙ্গের (North Bengal) তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট গ্রহণ হয়েছে। ওই তিন কেন্দ্রে সার্বিকভাবে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছিল। এবার উত্তরের আরও তিন কেন্দ্র দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে ভোট গ্রহণ।

বাম-কংগ্রেস প্রার্থী দিলেও এই তিন কেন্দ্রেও লড়াই মূলত বিজেপির সঙ্গে তৃণমূলের। ২০১৯-এর ভোটে এই তিনটি কেন্দ্রই জিতেছিল বিজেপি। তবে এবার হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন প্রচারে এসেছিলেন, তেমনই তিন কেন্দ্রে একাধিক জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। আবার তারকা প্রচারক হিসেবে মিঠুন চক্রবর্তীকে যেমন নামিয়ে ছিল পদ্ম শিবির, অন্যদিকে সুপারস্টার দেবকে দিয়ে প্রচার চালিয়েছে জোড়াফুল শিবির।

প্রথম দফার মতো এই দফাতেও শান্তিপূর্ণ নির্বাচন করতে সবরকম নজরদারির ব্যবস্থা রাখছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট নিরাপত্তায় মোতায়েন থাকছে মোট ৩০৩ কোম্পানি বাহিনী। এছাড়া, এই দফাতেও ১০০ শতাংশ বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। তিন লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা ৫,২৯৮। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১,১৩৪। দার্জিলিংয়ে মোট বুথের সংখ্যা ১৯৯৯, রায়গঞ্জে ১৭৩০, এবং বালুরঘাটে ১৫৬৯। এর মধ্যে দার্জিলিঙে ৪০৮, রায়গঞ্জে ৪১৮ এবং বালুরঘাটে ৩০৮টি বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই দফায় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভোট নিরাপত্তায় প্রায় ৭,২৩৭ জন রাজ্য পুলিশের কর্মীকে রাখা হচ্ছে। ভোট কর্মীরা সকাল থেকেই ডিসিআরসি অফিস থেকে নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে রওনা দিতে শুরু করেছেন।

রাজ্যে দ্বিতীয় দফার ভোটে তিন আসনে মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে দার্জিলিংয়ে রয়েছেন ১৪ জন প্রার্থী। ১২ জন পুরুষ ও ২ মহিলা প্রার্থী। রায়গঞ্জে মোট প্রার্থী ২০ জন, যার মধ্যে রয়েছে ১৯ জন পুরুষ, ১ জন মহিলা। বালুরঘাট কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৩। সবাই পুরুষ। তিনটি লোকসভা মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৫১ লক্ষ ১৭ হাজার ৯৫৫।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version