Saturday, November 8, 2025

ভোট শুরু হতেই ‘তৎপরতা’ তুঙ্গে! পুলিশের দেখানো পথেই সন্দেশখালিকাণ্ডে নারী নির্যাতনের অভিযোগ দায়ের CBI-র

Date:

ভোট শুরু হতেই রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে এবার সন্দেশখালিকে (Sandeskhali )টার্গেট করেছে কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। আর সেকারণেই তদন্তে নেমে কোনও তথ্যপ্রমাণ না পেয়ে নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এর আগে শাহজাহান শেখের (Sahjahan Seikh) সহযোগী তথা ধৃত শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে ধর্ষণের জোড়া অভিযোগ দায়ের করেছিল রাজ্য পুলিশ। বসিরহাট মহকুমা আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু-সহ মোট তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। রাজ্য পুলিশের দেখানো পথেই এবার সন্দেশখালিকাণ্ডে নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের সিবিআইয়ের। তবে রাজ্য পুলিশ যেখানে প্রথম থেকেই বিষয়টি কড়া হাতে নিয়ন্ত্রণ করছিলেন সেখানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের মধ্যে সেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ।

 

এদিকে সন্দেশখালি নিয়ে বেশ কিছু মামলা হাই কোর্টে বিচারাধীন। সম্প্রতি সেই মামলার শুনানিতেই সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। গত ১০ এপ্রিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সন্দেশখালি নিয়ে একটি ইমেল আইডি চালু করার নির্দেশও দেয়। আদালতের ওই নির্দেশের পরই ইমেল আইডি তৈরি করে সিবিআই। জেলাশাসকের মাধ্যমে এবং এলাকার সংবাদপত্রে নোটিশ দিয়ে ওই ইমেল আইডি প্রচারের ব্যবস্থাও করে কেন্দ্রীয় সংস্থা।

এরপর সেই সমস্ত অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে গত শনিবার কেন্দ্রীয় গোয়েন্দাদের দু’টি দল সন্দেশখালিতে গিয়েছিল। সেখানে নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখেই সিবিআই নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেছে বলে খবর।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version