Wednesday, November 5, 2025

“গুরু” অশোকে দেখে ছুটে গেলেন “শিষ্য” শঙ্কর!শিলিগুড়িতে বাম-রাম সৌজন্য!

Date:

আজ, শুক্রবার চলতি লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে বাংলায়। তীব্র গরমের মধ্যেই চলছে তিন কেন্দ্রে ভোট গ্রহণ। আর দার্জিলিংয়ে ভোট মানেই সকলের নজর থাকে সমতলের শিলিগুড়িতে। কারণ, এই শিলিগুড়ি বহু রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী। এদিন ফের একফ্রেমে চলে এলেন শিলিগুড়ির একদা গুরু–শিষ্য।

এদিন সকালেই ভোট দিতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। বুথের অদূরেই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। একুশের বিধানসভা ভোটের আগে যিনি অশোক ভট্টাচার্যর ছায়াসঙ্গী বলেই পরিচিত ছিলেন।

এদিন ভোট দিতে আসার আচমকা রাস্তায় হোঁচট খান অশোক ভট্টাচার্য। চোখে পড়তেই তড়িঘড়ি এগিয়ে আসেন শঙ্কর। আর পাশে দাঁড়িয়ে অশোকবাবুকে জিজ্ঞেস করেন, “আপনার লাগেনি তো?”একদা শিষ্যকে গুরুর জবাব, “না লাগেনি।’”

শঙ্কর ঘোষ বিজেপিতে নাম লিখিয়ে বিধায়ক হয়ে গেলেও অশোক ভট্টাচার্যের হৃদয়ে রয়ে গিয়েছেন। আজ তাই গুরুকে হোঁচট খেতে দেখে এগিয়ে এলেন শঙ্কর। অশোক ভট্টাচার্যের কাছে আজকের ঘটনা জানতে চাওয়া হলে তিনি বলেন, “ও ওর জন্য দাঁড়িয়েছে। আমি আমার জন্য ভোট দিতে যাচ্ছি। তার মধ্যে কী আছে। এখন আর গুরু–শিষ্য নেই। ওসব তো আগে ছিল। তবে মনে রেখেছে এটা ভাল।”

অন্যদিকে,বিজেপি বিধায়ক বলেন, “ওঁর সঙ্গে আমার ছোটবেলা থেকে স্মৃতি জড়িয়ে আছে। উনি তো আমার অভিভাবক। আগে যতটা ছিল, এখনও ততটাই সম্মান–শ্রদ্ধা আছে। আমি ওঁকে ভালবাসি। কাস্তে–হাতুড়ি–তারাকে এখন হাতের জন্য পোলিং এজেন্ট খুঁজে বসাতে হচ্ছে। আমি তো ওঁর শিষ্য। আমি সবসময় বলি উনি আমার রাজনৈতিক শিক্ষক ছিলেন।”




 

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version