Sunday, August 24, 2025

CPIM জঙ্গলমহলকে শেষ করেছে, BJP জিতেও দেখে না: আক্রমণ মমতার, গড়বেতা ভাসল ‘দিদির’ আবেগে

Date:

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের একটি অংশ পড়ে গড়বেতায়। তীব্র রোদ ঝলসানো দুপুরে দলীয় প্রার্থীর সমর্থনে শুক্রবার সেখানে সভা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর জঙ্গলমহলে দাঁড়িয়ে পূর্বতন বাম জমানা থেকে শুরু করে বিজেপি- সবাইকে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। সভার শেষে উঠল দিদি-দিদি আওয়াজ। মমতার-আবেগে ভাসল গড়বেতা।

আগের বার জঙ্গলমহলের সব সিটে বিজেপি (BJP) জিতেছিল। কিন্তু কোনও উন্নয়ন করেনি। উল্টে যেদিন থেকে জিতল সব সেদিন থেকে টাকা বন্ধ করে দিল। গড়বেতার সভা থেকে বিজেপি বিরুদ্ধে সুর চড়ালেন মমতা। তিনি অভিযোগ করেন, তিন বছর টাকা বিজেপি দেয়নি। ১০০দিনের টাকা মা-মাটি-মানুষের সরকার দিয়েছে।

এরপরেই বাম জমানার বিরুদ্ধে আক্রমণ করে মমতা (Mamata Banerjee) বলেন, আগে ঝাড়গ্রামে পর্যটকরা বেড়াতে আসতেন। কিন্তু সিপিএম এই জঙ্গলমহলটাকে শেষ করে দিয়েছিল। আর এখন বিজেপি ও তার দুই সঙ্গী (বাম-কংগ্রেস)। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, যখন ঝাড়গ্রামে রক্ত ঝরছিল একবারও এসেছিলেন দেখতে? সবচেয়ে প্রথম আমি ঝাড়গ্রামে আসি।

তৃণমূল জমানায় কতটা উনয়ন্নমূলক কাজ হয়েছে সেকথাও তুলে ধরেন তৃণমূল সভানেত্রী। এদিন সভা শেষে উদ্বেল জঙ্গলমহলবাসী। মন্ত্রী ইন্দ্রনীল সেনের গানের তালে মন্ত্রী বীরবাহা হাঁসদার সঙ্গে আদিবাসী মহিলাদের নিয়ে পা মেলান মমতা। সভা থেকে আওয়াজ ওঠে দিদি-দিদি। তার পরে এই বাদ্যযন্ত্র শিল্পীর তেকে ধামসা নিয়ে বাজান তৃণমূল সুপ্রিমো।




Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version