Sunday, November 9, 2025

আতসবাজির আগুনে ভস্মীভূত বিয়ের মণ্ডপ! বিহারে মৃত ৩ শিশু-সহ মোট ৬

Date:

দ্বিতীয় দফার নির্বাচনের আগেই নীতীশ গড়ে বড়সড় দুর্ঘটনা! বিয়েবাড়িতে (Wedding) আতসবাজির আগুন লেগে রীতিমতো ভস্মীভূত প্যান্ডেল। আর সেই আগুনেই মৃত্যু ৩ শিশু-সহ মোট ৬ জনের। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিহারের (Bihar) দ্বারভাঙায় (Darbhanga) এক বিয়ের অনুষ্ঠানে আচমকা এমন কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম সুনীল পাসোয়ান (২৬), লীলা দেবী (২৩), কাঞ্চন দেবী (২৬), সিদ্ধান্ত কুমার (৪), শশাঙ্ক কুমার (৩) এবং সাক্ষী কুমারী (৫)। তবে শুধু মানুষই নন, বিধ্বংসী আগুনে পুড়ে প্রাণ গিয়েছে তিন গরুরও।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ দ্বারভাঙার আলিনগরের বাহেরা থানা এলাকায় একটি বিয়েবাড়ি চলছিল। আর সেই অনুষ্ঠানে আগত অতিথিরা আতসবাজি পোড়াতেই বাধে বিপত্তি। পুলিশ সূত্রে খবর, এদিন রাতে বিয়ে বাড়িতে আনন্দোল্লাসের পাশাপাশি আতসবাজি পোড়ানো হচ্ছিল। সেখান থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। পাশাপাশি এদিন মণ্ডপের ভিতরেও বাজি রাখা ছিল। আচমকা মণ্ডপের সেই আগুন এসে পড়ে মজুত করা বাজিতেও। ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। দ্বারভাঙার জেলাশাসক জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারকে সবরকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে দ্বারভাঙ্গার পুলিশ সুপার জানান, এদিন আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায় দমকল। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে এলেও কিছুক্ষণের মধ্যেই আগুনে দগ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই সমস্ত বিষয় পরিষ্কার হবে। তবে শুক্রবার দ্বিতীয় দফার ভোটের মুখে আচমকা এমন অগ্নিকাণ্ডে অস্বস্তি পিছু ছাড়ছে না পাল্টিবাজ নীতীশ সরকারের।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version