Sunday, August 24, 2025

নির্বিঘ্নেই মিটল দ্বিতীয় দফার ভোট! ১৩ রাজ্যে ভোটদানের হার ৬০.১৭ শতাংশ

Date:

শুক্রবার শেষ হল লোকসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এদিন মোট ৮৮ লোকসভা আসনে ভোটাভুটি হয়। তীব্র গরমকে উপেক্ষা করেই সকাল থেকে গণতন্ত্রের উৎসবে মেতে ওঠে দেশবাসী। দেশের একাধিক প্রান্তে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় সন্ধে ৬টা নাগাদ। দিনের শেশে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দিনের শেষে দেশে ভোটদানের হার ৬০.৭ শতাংশ।

এদিন কেরলের ২০ আসনের পাশাপাশি কর্নাটকের ১৪, রাজস্থানের ১৩, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে আসনে ভোট গ্রহণ হয়। পাশাপাশি মধ্য প্রদেশের ৭, অসম ও বিহারের ৫, জম্মু-কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরাতেও ১টি করে আসন এবং বাংলা ও ছত্তিশগড়ের ৩ আসনে ভোটাভুটি হয়। এদিন হেভিওয়েট তারকাদের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারর, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটের যেমন ভাগ্য পরীক্ষা হল, ঠিক তেমনই কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, হেমা মালিনী, অরুণ গোভিল, তেজস্বী সূর্য ও ওম বিড়লার মতো হেভিওয়েট বিজেপি প্রার্থীরা অগ্নিপরীক্ষা দিলেন। তবে দিনের শেষে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সবথেকে বেশি ভোট পড়েছে কেরলে। বিকেল ৫টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৭৭.৯৩ শতাংশ। এরপরই রয়েছে ছত্তিশগড়, যেখানে দিনের শেষে ভোটদানের হার ৭২.১৩ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৭১.৮৪ শতাংশ। মণিপুরের ১৩ আসনে ভোট পড়েছে ৭৬.০৬ শতাংশ এবং অসমে পড়েছে ৭০.৬৬ শতাংশ ভোট। মহারাষ্ট্রে দিনের শেষে ভোট পড়েছে ৫৩.৫১ শতাংশ। অন্যদিকে, ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৬ শতাংশ, ৫৩ শতাংশ এবং ৫৩.৫ শতাংশ। তবে এদিন ইভিএম সংক্রান্ত সমস্যা ছাড়া দেশে বড় কোনও অশান্তির খবর সামনে আসেনি। মোটের উপর শান্তিতেই মিটেছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

আগামী ৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণ। বাংলায় ৩ আসনে ভোটগ্রহণের পাশাপাশি অসমের ৪, বিহারের ৫, ছত্তিশগড়ের ৭, দমন ও দিউর ২, গোয়ার ২, গুজরাটের ২৬, জম্মু ও কাশ্মীরের ১, কর্নাটকের ১৪, মধ্যপ্রদেশের ৯, মহারাষ্ট্রের ১১, উত্তর প্রদেশের ১০ মিলিয়ে মোট ৯৫ আসনে ভোটগ্রহণ হবে বলে খবর। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

আরও পড়ুন- রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version