Thursday, August 21, 2025

ফের সন্দেশখালিতে সিবিআই। শেখ শাহজাহানের এলাকায় মিলল অস্ত্রভাণ্ডার। সন্দেশখালির সরবেড়িয়ার আগারহাটির মল্লিকপাড়ায় শুক্রবার সিবিআই হানা দেয়। সেখানেই তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি অস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। মল্লিকপাড়ার পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে তদন্তকারী সংস্থার ১০ জনের টিম তল্লাশি চালায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, বিদ্যুৎ দফতরের কর্মীরা। বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও ছিল। সিবিআই ঘটনাস্থলে গিয়ে বাড়ির মেঝে ভাঙে। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিবিআই। বোমার খোঁজেও চালানো হয় তল্লাশি।

বিস্ফোরকের খোঁজে পৌঁছেছে এনএসজি-র বম্ব স্কোয়াড। রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত কমপক্ষে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এদিন শাহজাহানের-গড়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজের হদিশ পাওয়া যাওয়ার পর থেকে দিনভর ফের শিরোনামে সন্দেশখালি!

জানা গিয়েছে, এ দিন গোপন সূত্রে গোয়েন্দারা খবর পেয়েছিলেন সন্দেশখালিতে পঞ্চায়েত সদস্যের আত্মীয় হাফিজুল খা-র বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র-পিস্তল-বোমা মজুত রয়েছে। তারপরেই সেখানে পৌঁছন গোয়েন্দারা। মাটি খুঁড়ে চলে তল্লাশি।

শুধু তাই নয়, এর পাশাপাশি ওই বাড়িটির থেকে কয়েক কিলোমিটার দূরে আরও একটি বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা।




Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version