Saturday, May 3, 2025

লোকসভা ভোটের (Loksabha Election) মাঝেই ফের সংবাদ শিরোনামে মোদিরাজ্য গুজরাট (Gujrat)। এবার সেরাজ্যে মাদকবোঝাই পাকিস্তানি নৌকাকে (Pakistani Boat) কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের প্রচারে একাধিক প্রান্তে গিয়ে প্রধানমন্ত্রী যখন একাধিক ইস্যুতে বিরোধীদের নামে মিথ্যা অপপ্রচার চালাতে ব্যস্ত তখনই এমন ঘটনা প্রকাশ্যে এল। যা নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিরোধীরা।

সূত্রের খবর, রবিবার ৬০০ কোটি টাকার মাদকবোঝাই পাক নৌকাটি আটক করা হয়েছে গুজরাটের পোরবন্দর থেকে। পাশাপাশি নৌকায় থাকা ১৪ জন পাকিস্তানিকেও আটক করেছে সন্ত্রাসদমন শাখা ও এনসিবির যৌথ বাহিনী। তবে লোকসভা ভোটের মধ্যে বিপুল পরিমাণ মাদক পাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোথায় এই মাদক পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত থেকে শুরু হয় ব্যাপক তল্লাশি। উপকূলরক্ষা বাহিনীর বিশেষ নজরদারি জাহাজ ও বিমান নিয়ে গুজরাটের একাধিক এলাকায় তল্লাশি শুরু হয়।

যদিও একাধিকবার নজরদারি এড়িয়ে পালানোর চেষ্টা করলেও শেষমেশ রবিবার দুপুরে পাকিস্তানি নৌকাটি ধরা পড়ে। এদিকে গোটা অভিযান নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে উপকূলরক্ষা বাহিনী। সেখানেই জানানো হয়, সবমিলিয়ে মোট ৮৬ কেজি মাদক উদ্ধার হয়েছে ওই নৌকা থেকে। মাদকের দাম প্রায় ৬০০ কোটি টাকা। মাদকবাহী নৌকাটির পাশাপাশি আটক করে ১৪ জন পাক নাগরিককে পোরবন্দরে নিয়ে আসা হয়েছে বলে খবর। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...
Exit mobile version