Friday, November 14, 2025

তীব্র দাবদাহে আশার আলো! অবশেষে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির কথা শোনাল আলিপুর 

Date:

কলকাতা-সহ (Kolkata) গোটা রাজ্যে লাফিয়ে চড়ছে তাপমাত্রার (Temperature) পারদ৷ তাপপ্রবাহ পরিস্থিতির মাঝে রীতিমতো হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর৷ এর মধ্যেই স্বস্তির বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। রবিবার সর্বশেষ আপডেটে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। যার জেরে তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে রাজ্যবাসীর। এদিন হাওয়া অফিস জানিয়েছে রবিবার সন্ধ্যায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত সাফ জানিয়েছেন বৃষ্টি হলেও বিশেষ কিছু হেরফের হবে না তাপমাত্রায়। এদিকে সোমবারও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে এদিন আলিপুর জানিয়েছে, প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। আর সেকারণেই সোমবার থেকে ৪ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ মে থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কারণ ওই সময় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।

তবে এদিন পশ্চিমের ৫-৭ জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে‌। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। আজও তাপপ্রবাহ জারি রয়েছে কলকাতায়। এবছর এপ্রিল মাসে এই নিয়ে চতুর্থ দফায় তাপপ্রবাহের স্পেল। যা অতীতে এপ্রিল মাসে কোনওদিন ঘটেনি। ১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক ৩ স্পেল তাপপ্রবাহ চলেছে।

পাশাপাশি উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version