Thursday, August 21, 2025

দুর্গাপুর এনআইটি-র ছাত্রের রহস্যমৃত্যু! বিক্ষোভের জেরে পদত্যাগ ডিরেক্টরের 

Date:

পরীক্ষা মনের মতো হয়নি, আর তার জেরেই রহস্যমৃত্যু দুর্গাপুর এনআইটির (Durgapur NIIT)এক পড়ুয়ার। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অনান্য পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের (University Authority) গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। পুলিশ সূত্রে খবর, মৃত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নাম অর্পণ ঘোষ (২২)। হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। রবিবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পরীক্ষা দিয়ে হোস্টেলে যায় অর্পণ, এরপরই বাবাকে ফোনে জানিয়েছিল, তাঁর পরীক্ষা ভালো হয়নি। তার ঠিক একঘণ্টা পরেই হোস্টেলের ঘর থেকে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পড়ুয়াদের একাংশের দাবি, তাঁকে উদ্ধার করে প্রথমে প্রতিষ্ঠানের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে পড়ুয়ার আই কার্ড দেখতে চেয়ে চিকিৎসায় দেরি করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে অর্পণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ডাইরেক্টরের সম্পূর্ণ গাফিলতিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পড়ুয়ারা। এদিকে অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার এবং একাংশের পড়ুয়ারা।
এদিকে অর্পণের মৃত্যুর পরেই রবিবার সন্ধেয় দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি)  ডিরেক্টর অরবিন্দ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। তখনই পদত্যাগ করেন ডিরেক্টর। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, দুর্গাপুর এনআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। এনআইটি সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করা হবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version