Saturday, May 3, 2025

দুর্গাপুর এনআইটি-র ছাত্রের রহস্যমৃত্যু! বিক্ষোভের জেরে পদত্যাগ ডিরেক্টরের 

Date:

পরীক্ষা মনের মতো হয়নি, আর তার জেরেই রহস্যমৃত্যু দুর্গাপুর এনআইটির (Durgapur NIIT)এক পড়ুয়ার। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অনান্য পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের (University Authority) গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। পুলিশ সূত্রে খবর, মৃত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নাম অর্পণ ঘোষ (২২)। হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। রবিবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পরীক্ষা দিয়ে হোস্টেলে যায় অর্পণ, এরপরই বাবাকে ফোনে জানিয়েছিল, তাঁর পরীক্ষা ভালো হয়নি। তার ঠিক একঘণ্টা পরেই হোস্টেলের ঘর থেকে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পড়ুয়াদের একাংশের দাবি, তাঁকে উদ্ধার করে প্রথমে প্রতিষ্ঠানের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে পড়ুয়ার আই কার্ড দেখতে চেয়ে চিকিৎসায় দেরি করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে অর্পণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ডাইরেক্টরের সম্পূর্ণ গাফিলতিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পড়ুয়ারা। এদিকে অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার এবং একাংশের পড়ুয়ারা।
এদিকে অর্পণের মৃত্যুর পরেই রবিবার সন্ধেয় দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি)  ডিরেক্টর অরবিন্দ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। তখনই পদত্যাগ করেন ডিরেক্টর। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, দুর্গাপুর এনআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। এনআইটি সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করা হবে।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version