Sunday, May 4, 2025

কসবায় নেত্রীর ওপর হামলার অভিযোগ, আনন্দপুর থানা চত্বরে গাজোয়ারি বিজেপির

Date:

হাতে কোনো ইস্যু নেই! আর সেকারণেই গাজোয়ারি করে একের পর এক ভাঁওতাবাজির রাজনীতি শুরু বিজেপির। এবার কসবায় (Kasba) বিজেপির (BJP) মহিলা মণ্ডল সভাপতির উপর হামলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত পরিস্থিতি তৈরি করে বিজেপির কর্মী সমর্থকরা। তবে ঘটনায় অভিযোগ পেয়েই তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্তদের মধ্যে এক জনের নাম গৌর হরি গায়েন। অপরজনের নাম আসরাফ মোল্লা ওরফে ভুতো। দু’জনের বিরুদ্ধেই বিজেপির এই নেত্রীর উপর হামলার অভিযোগ করা হয়েছিল এফআইআরে। পুলিশ সূত্রে খবর, দু’জনকেই সোমবার আদালতে তোলা হবে। গভীর রাতে ভোটের প্রচারের কাজে গিয়ে দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী সরস্বতী সরকারের উপর আক্রমণের ঘটনায় নয়া রাজনীতি শুরু জাতীয় মহিলা কমিশনের(NCW) । কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ইতিমধ্য়েই কসবার ঘটনা নিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজিকে। ঘটনায় জড়িতদের দ্রুত পাকড়াও করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন রেখা শর্মা।

এদিকে বিজেপির মণ্ডল সভাপতির সঙ্গে রবিবার দেখা করেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি সোজা পৌঁছে যান আনন্দপুর থানায়। এরপরই থানা চত্বরে গাজোয়ারি শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। আনন্দপুর থানার সামনে নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন। যদিও কসবার এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপির স্থানীয় স্তরে কোনও সমস্যা হতে পারে।সুশান্ত ঘোষের মতে আমরা যত দূর জানি ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১১টার পর। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এত রাতে ভোটের প্রচারের কাজ করা যায় না। তা-ও আমি বলব, যা হয়েছে অন্যায় হয়েছে। কিন্তু এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও যোগাযোগ নেই। এই ঘটনায় যে বা যারা যুক্ত, আমরা তাদের শাস্তির দাবি করছি। কসবায় বিজেপি নেত্রী আক্রান্ত হওয়ার অভিযোগে রবিবার দিনভর উত্তেজনার পর, সন্ধেয় ফের তপ্ত হয় পরিস্থিতি।

Related articles

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...
Exit mobile version