একদিকে বৈশাখের দহন, অন্যদিকে ভোটের উত্তাপ। তারই মঝে চলছে জোর কদমে প্রচার। অভিনবত্ব এনে নজর কাড়েছেন প্রার্থীরা। এবার জনসভা থেকে অভিনব পন্থায় প্রচার করলেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া। তাঁর নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গানে গানে মোদিকে বিঁধলেন জুন। একটি জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি গাইলেন। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেই তিনি সেই গান ধরলেন। গাইলেন , “তুম তো ধোঁকেবাজ হো…”!
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের আইমা এলাকাতে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলিউড সিনেমার গানের প্যারোডি করে,”তুম তো ধোঁকেবাজ হো, ওয়াদা কারকে ভুল জাতে হো” গেয়ে ওঠেন। এই গান গেয়ে একেবারে মোদি সরকারকে নিশানা করেন। জুন মালিয়া বলেন, “মোদি সরকার কথা দিয়ে তা রাখে না।”
আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে মেদিনীপুর কেন্দ্রে। তৃণমূল এবার এই আসনে প্রার্থী করেছে স্থানীয় বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়াকে। প্রার্থী হওয়ার পর থেকে গোটা মেদিনীপুর চোষে ফেলছেন জুন। অন্যদিকে, বিজেপি এবার এখানে প্রার্থী করেছেন অগ্নিমিত্রা পলকে। গতবার এই আসনে পদ্ম প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ। বিজেপির দখলে ছিল কেন্দ্রটি। এবার এখানে হাড্ডাহাড্ডি লড়াই।