Monday, August 25, 2025

প্রথম দুই দফার ভোট পড়ার হার অনুযায়ী এখনও পর্যন্ত গো বলয় রাজ্যগুলিতে ভোটের হার কম। তুলনায় অনেকটা বেশি পূর্বের রাজ্যগুলিতে। তবে সামগ্রিকভাবে কমিশন ভোটারদের ভোটকেন্দ্রমুখি করার প্রভূত চেষ্টা করলেও ভোটের হারে তার প্রতিফলন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কমেছে ভোটের হার। বাংলার এপর্যন্ত ভোট হওয়া ছয় কেন্দ্রেও ২০১৯ থেকে ভোট কমেছে।

বাংলার দুই দফায় ভোট হওয়া কেন্দ্রগুলির ভোটের হার:

কোচবিহার – ৮২.১৬

আলিপুরদুয়ার – ৭৯.৭৬

জলপাইগুড়ি – ৮৩.৬৬

দার্জিলিং – ৭৪.৭৬

রায়গঞ্জ – ৭৬.৮

বালুরঘাট – ৭৯.০৯

এই কেন্দ্রগুলিতে গত লোকসভা নির্বাচনে ভোটের হার ছিল বেশি। কোচবিহারে ছিল ৮৪.০৮, আলিপুরদুয়ারে ৮৩.৭৯, জলপাইগুড়িতে ৮৬.৫১। দ্বিতীয় দফার কেন্দ্রগুলিতে আরও কম। দার্জিলিংয়ে ছিল ৭৮.৮০, রায়গঞ্জে ৭৯.৮২ ও বালুরঘাটে ৮৩.৬৯। স্বাভাবিকভাবেই রাজনীতিকরা প্রশ্ন তুলছেন কীভাবে ভোটের হার কমার মধ্যেও কীভাবে এত সামঞ্জস্য। ভোট সর্বত্রই কমেছে এবং তার হারও প্রায় সমান।

দেশের বেশিরভাগ রাজ্যেই ভোট সম্পূর্ণ হয়নি। দুই দফার পর সব থেকে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। দুই দফায় ৮১.৪৮ ও ৮০.৩৬ শতাংশ ভোট পড়েছে দুই দফায়। পিছিয়ে নেই হিংসা বিধ্বস্ত মণিপুর। দুই দফায় ভোটের হার ৭৬.১০ ও ৮৪.৮৫। তবে অনেকটাই ভোটের হার কম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থানে। কোথাও ভোটের হার ৭০ শতাংশ পার হয়নি। যদিও চার রাজ্যেই ভোট এখনও কয়েক দফাতেই হবে। এর মধ্যে রাজনৈতিক উত্তাপে থাকা বেশ কিছু কেন্দ্র রয়েছে।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version