Sunday, August 24, 2025

সরকারি বাংলা মাধ্যম স্কুলের মানোন্নয়নে বিশেষ উদ্যোগের ভাবনা রাজ্যের

Date:

মাধ্যমিকের (Madhyamik) ফল প্রকাশ হতেই দেখা গেল শতাংশের নিরিখে কলকাতা (Kolkata) তৃতীয় স্থানে থাকলেও এককভাবে মেধা তালিকায় (Merit List) জায়গা করে নিয়েছে কলকাতার মাত্র একজনই। এদিকে মেধার নিরিখে কলকাতাকে টপকে যাচ্ছে জেলা, এই কথা মানতে নারাজ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে সার্বিকভাবে সমস্ত বিষয়ে বেশি নম্বর উঠছে বলেই শতাংশের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। অপরদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও চাইছেন রাজ্যের সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলি (Bengali Medium School) যাতে আরও এগিয়ে যায় সে বিষয়ে উদ্যোগ নিতে।

বৃহস্পতিবার মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে প্রথম দশের তালিকায় দশম স্থান অধিকার করেছেন কমলা গার্ল স্কুলের ছাত্রী সোমদত্তা সামন্ত। সে ছাড়া মেধা তালিকায় কলকাতা থেকে আর কারও নাম নেই। যদিও শতাংশের নিরিখে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রসঙ্গে জানিয়েছেন, কলকাতা কেন্দ্রিক বাংলা মাধ্যম সরকারি স্কুলগুলোর প্রতি অভিভাবকদের আগ্রহ জন্মানোর জন্য আমাদের আরও বেশি করে উদ্যোগ নিতে হবে। মাঝখানে আমাদের একটা আলোচনা হয়েছিল যদি সেন্ট জেভিয়ার্স এর মত স্কুল গুলির সঙ্গে আলোচনা করে পড়াশোনার ধরন আদান-প্রদান করা যায় তাহলে রাজ্যের সরকারি বাংলা মিডিয়াম স্কুল গুলোর খানিকটা মানোন্নয়ন করা যাতে পারে। এ বিষয়ে আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, আগামী দিনে এই উদ্যোগকে ফলপ্রসু করা হবে।

অপরদিকে, এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, কলকাতা পিছিয়ে যাচ্ছে, এ কথা ঠিক নয় বরং রাজ্যের জেলার স্কুলগুলি আরও এগিয়ে আসছে। আগে যে বিষয়টি কলকাতা কেন্দ্রিক ছিল সেটি এখন রাজ্যভিত্তিক হয়ে গিয়েছে।

এদিন পর্ষদ সভাপতি আরও বলেন, ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তর বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল গুলোর পঠন-পাঠনের ধরন এবং নীতি আদান-প্রদানের বিষয়ে আলোচনা করেছে। এই নিয়ে কাজ শুরু হয়েছে। জেলায় জেলায় কর্মশালাও হয়েছে। আশা করি আগামীদিনে এই উদ্যোগ আরও গতি পাবে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version