এসএসসি নিয়োগের জামিন মামলায় কড়া মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচী’র ডিভিশন বেঞ্চের। বৃহস্পতিবার অবস্থান জানাতে ফের সময় চাইলেন মুখ্যসচিব। এর আগে তাকে চারবার সময় দিয়েছিল আদালত। বৃহস্পতিবার আরও ৭ সপ্তাহ সময় চাইলেন রাজ্যের মুখ্যসচিব। এরপরেই ডিভিশন বেঞ্চ বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের প্রভাব বোঝা যাচ্ছে।
বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, এটা মোটেই ঠিক নয়। এটা এক ধরনের আদালত অবমাননা। এরপর আদালত কড়া ব্যবস্থা নিলে কিছু বলার থাকবে না। অবমাননার রুল জারি করবে আদালত। সুপ্রিম কোর্টেও যেতে পারে রাজ্য।
এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, অভিযুক্তরা এতই প্রভাবশালী যে মুখ্যসচিব সময়ের পর সময় চেয়ে যাচ্ছেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তকারী সংস্থাকেই নিতে হবে। আদালত জানিয়ে দেয়, শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
