Sunday, November 2, 2025

জিটিএ নিয়োগ মামলায় সিবিআই তদন্তের ‘না’! আগামী দু সপ্তাহের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 

Date:

জিটিএ (GTA) নিয়োগ মামলায় এবার সিবিআই (CBI) তদন্তে (Investigation) স্থগিতাদেশ (Stay Order) দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। আগামী দু’সপ্তাহের জন্য এই মামলায় স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর আগে কলকাতা হাইকোর্ট জিটিএ নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করে রাজ্য। বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায়ে বড়সড় স্বস্তিতে রাজ্য।

জিটিএ-র অধীনে প্রাথমিক, আপার প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে গরমিলের অভিযোগ সামনে আসে। জানা যায়, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই ৭০০ জনের বেশি শিক্ষককে পাহাড়ে নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। এরপরই সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।


এদিকে কলকাতা হাইকোর্টের রায়ের জেরে এখন প্রায় ২৬ হাজার শিক্ষক–অশিক্ষক কর্মী বেকার হয়ে পড়েছেন। সেই মামলাও চলছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং পর্ষদ। মেধার ভিত্তিতে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের যাতে চাকরি না যায় তার জন্য তৎপর রাজ্য সরকার। এই নিয়ে আদালতে পর্ষদ জানিয়েছে তাঁরা মেধার ভিত্তিতে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের তালিকা তৈরি করে আদালতে পেশ করবেন। এদিকে সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে আবার জিটিএ দুর্নীতি মামলাতেও হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে এবার সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ মেলায় স্বস্তিতে রাজ্য।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version