হঠাৎ আতঙ্ক ছড়াল আসনসোলের জামুরিয়ায়। বৃহস্পতিবার সকালে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। দেখা যায় আকাশ থেকে আছড়ে পড়ছে ভারী কোনও বস্তু। ধাতব বস্তুটি ঝড়ের বেগে ওপর থেকে নেমে আসে। ক্ষতিগ্রস্ত হয় গ্রামের একাধিক বাড়ি। একটি বাড়ির উঠোনে এই ভারী বস্তুটি পড়ে উঠোনের বেশ কিছুটা অংশে গভীর গর্ত হয়ে যায়। অমর বাদ্যকর, মাগারাম বাদ্যকরের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঝুলন বাদ্যকর নামে এক মহিলা। একটি শিশুও আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে এখনও স্পষ্ট নয় প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে আকাশ থেকে যে বস্তুটি নেমে এসেছে, সেটি আসলে কি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ কান ফাটানো শব্দে ওই অজানা বস্তু আছড়ে পড়ে জামুরিয়ার তিনটি গ্রামে। ইকরার বাদ্যকর পাড়ায় বাড়ি তিনটি পাকা বাড়ি ভেঙেছে। জাদুডাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ির টালির চাল।