মুম্বই থেকে কলকাতায় এসে বাংলা সিনেমার (Bengali Entertainment Industry) হিরো হওয়ার স্বপ্ন পূরণ করেছেন দীপক অধিকারী ওরফে দেব (Dev) । একের পর এক কমার্শিয়াল সিনেমা করে নিজের সঙ্গে জুড়ে নিয়েছেন ‘সুপারস্টার’ তকমা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযোজক হিসেবে নিজের ছবি করার স্টাইল বদলেছেন। এখন তিনি বাংলা সিনেমার অন্যতম বড় স্তম্ভ। সিনেমার পাশাপাশি রাজনীতির ময়দানেও (Political Career) ইনিংস শুরু করেছেন। দেখতে দেখতে কেটে গেছে ১০ বছর। একদিকে সিনেমা অন্যদিকে রাজনীতি’ সবমিলিয়ে কত সম্পত্তির মালিক টলিউডের ‘প্রধান’ (Pradhan ) অভিনেতা?

ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অভিনেতা দেব। দিনরাত প্রচার করছেন আর তার মাঝেই তারকা প্রার্থীর হাতের ঘড়ি থেকে পায়ের জুতো সবেতেই নজর পড়ছে মিডিয়ার। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার সময় নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন দেব (Dev)। ঘাটালের দুবারের জয়ী সংসদ এবং টলিউড অভিনেতা গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ সালে আয় করেছেন ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০। ২০২১-২২ সালের অর্থবর্ষ অনুযায়ী যা প্রায় দ্বিগুণ। মনোনয়ন জমার সময় তাঁর হাতে ছিল ২৬ হাজার ৭৫৮ টাকা। একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। সব মিলিয়ে তার পরিমাণ ১৫ কোটি ৪৮ লক্ষ ১৯ হাজার ৯৪৩ টাকা বিনিয়োগ করেছেন। দেবের একটি গাড়ি রয়েছে যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা। তবে এই সবকিছুকে ছাপিয়ে গেছে ‘ প্রজাপতি ‘ নায়কের হাতঘড়ির হিসাব। তৃণমূলের তারকা প্রার্থীর কাছে নাকি ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকার ঘড়ি রয়েছে! চোখ কপালে উঠে গেল তো? এখানেই শেষ নয়, আরও আছে। নায়কের দক্ষিণ কলকাতায় ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা একাধিক ফ্ল্যাট এবং প্রায় ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার ৯০৭ টাকা ঋণের বোঝা বুঝিয়ে দিচ্ছে এবারে লোকসভা নির্বাচনে অন্যতম ধনী প্রার্থী অভিনেতা দেব (Dev)।

