Thursday, August 21, 2025

আজ ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে কেকেআর, রোহিতকে নিয়ে আলাদা পরিকল্পনা নাইট শিবিরের

Date:

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নাম কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল-এ একেবারেই ভালো জায়গায় নেই মুম্বই। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে হার্দিক পান্ডিয়ার দল। অপর দিকে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলকাতা। শেষ ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পেয়েছিল শ্রেয়স আইয়রের দল। এই ম্যাচেও সেই ধারা বজায় রাখতে মরিয়া কেকেআর বাহিনী।

এই ম্যাচ নিয়ে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার বলেন, “ওয়াংখেড়েতে প্রচুর রান হয়। টি-২০ পিচের উপরেও অনেক কিছু নির্ভর করে। তাই মুম্বইয়ে খেলার অভিজ্ঞতা থাকলেই তাতে বড় উপকার হবে না। আমাদের ভাল খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটারদের খেলার ধরনে বদল করতে হবে। যে দল ভাল খেলবে সেই দলই জিতবে।”

কলকাতার ব্যাটিং লাইন প্রশংসা পেলেও বারবার প্রশ্নের মুখে পরছে বোলিং লাইন। দু’বার ২০০ রানের বেশি করে হারতে হয়েছে কলকাতাকে।যদিও এই নিয়ে ভাবতে রাজি নন দলের সহকারী কোচ। তিনি বলেন, “বোলারেরা আরও ভাল বল করতে পারত। কিন্তু ইডেন গার্ডেন্সের যা উইকেট তাতে বোলারদেরও কিছু করার থাকে না। এবার ব্যাটারেরা দাপট দেখাচ্ছে। পুরো ২০ ওভার আগ্রাসী ব্যাটিং করছে। তাই বোলারদের সমস্যা হচ্ছে। তবে গত ম্যাচে আমরা যেমন বল করেছি মুম্বইয়ের বিরুদ্ধেও সেটা করার চেষ্টা করব। আশা করছি বোলারেরা নিজেদের কাজটা করতে পারবে।”

এদিকে রোহিতকে নিয়ে কেকেআরের আলাদা পরিকল্পনা রয়েছে তা জানাতে ভুললেন না অভিষেক নায়ার। তিনি বলেন, “ আমরা বাঁ হাতি পেসারের বিরুদ্ধে রোহিতের দুর্বলতার কথা জানি। হতে পারে এবার এখনও নিজের সেরা বল করতে পারেনি স্টার্ক, কিন্তু ওর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। রোহিতের বিরুদ্ধে স্টার্ক বড় ভূমিকা নিতে পারে। রোহিতকে নিয়ে আমাদের পরিকল্পনা তৈরি। মাঠে নেমে সেটা কাজে করতে হবে।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version