Thursday, August 28, 2025

পূর্ব বর্ধমানের রায়নায় জনসভা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকে শুক্রবার যোগ্যদের চাকরি যাওয়া নিয়েও মোদিকে আক্রমণ করেছেন মমতা। মমতা তাঁর সভায় বলেছেন, আজ ভোটের দরকার। তাই আটদিন পরে এসে মোদি চাকরিহারাদের পাশে থাকার কথা বলছেন। আর এই আটদিনে আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়তে শুরু করে দিয়েছি। আর ২৬ হাজার চাকরি তো আপনি খেয়েছেন।

মমতার সাফ কথা, শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেয়েছে মোদির দল। ২৬ হাজার চাকরি কেড়ে বড় বড় কথা। সবাই চোর আর উনি সাধুবাবা,মোদিকে কটাক্ষ মমতার। তাঁর কথার ব্যাখ্যা করে মমতা মোদির উদ্দেশে বলেছেন, আপনার দলই তো চাকরি খেয়েছে। সিপিএমকে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসঙ্গে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেয়েছে। আর আমরা প্রথম দিন থেকে বলে আসছি এই চাকরি যেতে দেব না। তাই এখন আপনাকে দরকার নেই শিক্ষক শিক্ষিকাদের।

এদিন কালনার সভায় মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, এরা একদিকে চাকরি খাবে আরেক দিকে বড় বড় কথাও বলব। আসলে এরা সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়। আয়নায় নিজের মুখ দেখুন। ত্রিপুরায় বলেছিলেন ক্ষমতায় এসে সিপিএমের জমানায় যাওয়া ১০ হাজার চাকরি ফিরিয়ে দেব। আজ পর্যন্ত দিয়েছেন?তৃণমূল নেত্রীর তোপ, চাকরি কেড়ে নেওয়ার পর এখন চাকরিহারাদের পাশে দাঁড়াতে চাইছে বিজেপি। সবটাই ভোট পাওয়ার জন্য বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, চাকরিহারাদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে, তাঁর সরকার অনেক আগে সুপ্রিম কোর্টে এই ব্যাপারে মামলা করেছে। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি রয়েছে।




Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version