Sunday, August 24, 2025

SSC মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টে যোগ্য-অযোগ্যদের পরিসংখ্যান দেবে কমিশন

Date:

সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষকদের তালিকা পেশ করতে চলেছে এসএসসি (SSC)। পরবর্তী শুনানিতে সর্বোচ্চ আদালতকে আশ্বস্ত করার চেষ্টা করা হবে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষা কর্মীদের মধ্যে যোগ্য ও অযোগ্যদের বিভাজন করা সম্ভব, জানালেন চেয়ারম্যান (Chairman) সিদ্ধার্থ মজুমদার। শেষ শুনানিতে সর্বোচ্চ আদালত যখন জানতে চেয়েছিল এসএসসি-র পক্ষে ওএমআর (OMR)-এর ভিত্তিতে তথ্য পেশ করা সম্ভব কি না, কারা যোগ্য ও কারা অযোগ্য, তখনই কমিশন জানিয়েছিল, তাঁদের পক্ষে এটা করা সম্ভব। এবার সেই তথ্যই পেশ করতে চলেছে কমিশন।

সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হাইকোর্টের রায়ের বিরোধিতায় এসএসসি মামলায় প্রায় ২৫ হাজার মানুষের চাকরি চলে যাওয়াকে একটি বিরাট বিষয় বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি (CJI) ডিওয়াই চন্দ্রচূড়। আদালত প্রশ্ন করে ওএমআর সিট নষ্ট হয়ে যাওয়ার পরে কী কোনও উপায় আছে কমিশনের কাছে যাতে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব। উত্তরে কমিশন জানায় তাঁদের কাছে ব্যাকআপ রয়েছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।

এর আগে হাইকোর্টে (Calcutta High Court) সিবিআই-এর তদন্তের মামলায় অযোগ্যদের তালিকা পেশ করেছিল কমিশন। তারপরেও ২০১৬ সালের পুরো প্যানেল (panel) বাতিলের রায় জানায় হাইকোর্ট। প্রায় ১৯ হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী বর্তমানে দিশাহারা অবস্থায় রাজপথে অবস্থান ও আন্দোলন করছেন। কমিশন ও রাজ্য উভয়েই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। এবার সেই জট খোলার জন্য সুপ্রিম কোর্টে পরিসংখ্যান পেশের কথা জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যাঁরা কোনওভাবেই এই মামলায় দোষী নন, তাঁদের পাশে থাকার বার্তাও দেন তিনি।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version