Thursday, August 28, 2025

কার্যকরী হবে সংশোধিত ক্রিমিনাল আইন, রাজ্যের সাহায্য চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক!

Date:

নতুন তিন দন্ড সংহিতা বা সংশোধিত ক্রিমিনাল আইন (Revised Criminal Law) কার্যকরী করার প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Union Home Ministry)। জুলাইয়ের পয়লা তারিখ থেকে এই আইন চালু করার জন্য সব রাজ্যের কাছ থেকে সাহায্য চাইল অমিত শাহের (Amit Shah) মন্ত্রক। ভোটের মাঝেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন আইনে প্রযুক্তি এবং সময় উপযোগী বিধি সংযুক্ত করা হয়েছে। তাই এই আইনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য পুলিশ কর্মী, আধিকারিকদের প্রশিক্ষণের প্রয়োজন বলেই মন্ত্রকের তরফে দাবী করা হয়েছে।

প্রথম থেকেই সংশোধিত ক্রিমিনাল আইন পাশ করানো নিয়ে বিজেপি সরকারের পক্ষ থেকে তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে। এই বিল পাস করার সময় প্রাথমিক খসড়া করার জন্য বিরোধীদের প্রয়োজনীয় সময়টুকু না দেওয়ার অভিযোগ উঠেছিল মোদি সরকারের বিরুদ্ধে। এবার সেই আইনকে কার্যকরী করতে রাজ্যের সাহায্য চাইছে কেন্দ্র।স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, সমস্ত পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারিকদের সঠিক এবং পর্যাপ্ত প্রশিক্ষণ না দেওয়া হলে তিন আইন কার্যকর করা সম্ভব নয়। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এই প্রশিক্ষণ কাঠামো খতিয়ে দেখে সে সম্পর্কে যাতে পর্যাপ্ত ধারণা তৈরি করা যায়, সে ব্যাপারে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় পোর্টালও তৈরি করা হয়েছে। সব রাজ্য যাতে নিজেদের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে পুলিশ এবং কারা বিভাগের কর্মীদের প্রশিক্ষণ দিতে পারে সেই কথা মাথায় রেখে বিপিআরডি পাঠানো হয়েছে। যেহেতু ভোট মিটলে হাতে সময় কম, তাই এখন থেকেই এই সংক্রান্ত বিষয়গুলোতে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version