খাবার বিলিকে কেন্দ্র করে তুমুল অশান্তি! ফের তিহার জেলে খুন বন্দি

ফের জেলের মধ্যে বন্দিদের (Prisoners) সংঘর্ষে মৃত্যু হল এক সাজাপ্রাপ্ত বন্দির। ঘটনাটি ঘটেছে তিহার জেলে (Tihar Jail)। এই জেলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal) থেকে শুরু করে বীরভূমের অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। জেলের ভেতর বন্দিদের সংঘর্ষ ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে শোরগোল পড়েছে। গত বছরের ২ মে তিহার জেলে বন্দিদের হাতে খুন হয়েছিল রোহিনী আদালতে শুটআউটে অভিযুক্ত গ্যাংস্টার তিলু তাজপুরিয়া। জেলেই তাঁর প্রতিপক্ষ দলের সদস্য যোগেশ টুন্ডা এবং অন্যান্যরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। জানা যাচ্ছে, খাবার বিলিকে কেন্দ্র করেই বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

মৃতের নাম দীপক (২৯)। শাকুরপুরের বাসিন্দা দীপক ডাকাতি ও খুনের মামলায় তিহারে বন্দি ছিল। জেল সূত্রের খবর, জেলের ভেতরে রান্নার সহকারী হিসেবে কাজ করত দীপক। শুক্রবার খাবার নিয়েই বন্দিদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বাঁধে। সে সময় দীপকের বুকে ছুরির কোপ বসায় এক বন্দি। গুরুতর জখম অবস্থায় দীপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিকে দীপককে খুন করার অভিযোগ উঠেছে আব্দুল বশির আখন্দজাদা (৪৪) নামে এক বন্দির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি আফগানিস্তানের নাগরিক। জেল সূত্রে খবর, শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিহার জেলের ৩ নম্বর সেলে। ইতিমধ্যে ওই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, খুনের নেপথ্যে কোনও গ্যাংয়ের তথ্য উঠে আসেনি।

Previous articleবিশ্বযুদ্ধে ব্যবহৃত বিষাক্ত গ্যাস ব্যবহার করছে রাশিয়া! দাবি আমেরিকার
Next articleগরমকে উপেক্ষা করেই আজ মুকুটমণির সমর্থনে রানাঘাটে জোড়া সভা মমতার