Tuesday, August 26, 2025

মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ্য নেই, কন্যাদায়গ্রস্ত ব্যক্তির পাশে ক্লাব সদস্যরা

Date:

বাবার আর্থিক অবস্থা ভাল নয় তাই কনের পাশে পাড়ার দাদারা। বিয়ের খরচ জোগাড় করতে এগিয়ে এলেন হুগলি চুঁচুড়া (Chunchura, Hooghly) পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের দু’নম্বর সোনাটুলি অবস্থিত সোনাটুলী উন্নয়ন সমিতির (Sonatuli Unnayan Samiti)সদস্যরা। আজকের দিনে যখন ডাকলেও কেউ কারোর পাশে দাঁড়ায় না তখন এই দৃশ্য কার্যত বিরল। সোনাটুলি এলাকার এক আর্থিক ভাবে অসহায় ব্যক্তি নিজের কন্যা সন্তানের বিয়ে দিতে পারছেন না বলে ক্লাবের সদস্যদের জানান। সঙ্গে সঙ্গে ক্লাব সদস্যরা বৈঠক করে সেই বিয়ের সব দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। ২৫০ জনেরও বেশি মানুষ এই বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন।

এলাকার বিধায়ক অসিত মজুমদার ক্লাবের সমস্ত সদস্য ও পাড়ার লোকেদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তিনি বলেন এইভাবে যদি সমস্ত ক্লাব এগিয়ে আসে তাহলে আগামী দিনে কোন মেয়েরই বিয়ে নিয়ে পরিবারের চিন্তা থাকবে না। হুগলির চকবাজারের সোনাটুলি উন্নয়ন সমিতির কার্যকলাপ এই প্রথম নয়, এর আগেও বহু মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়া, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের ওষুধের ব্যবস্থা করে দেওয়া, বহু মানুষের বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে। এই ক্লাবের সদস্য সংখ্যা মাত্র ৫০, কেউই আর্থিকভাবে তেমন স্বাবলম্বী নয়। কেউবা গাড়ির ড্রাইভার, কেউবা টোটো চালক। কেউ রঙের কাজ করেন, কেউ আবার কাঠমিস্ত্রি অথবা রাজমিস্ত্রি। তবে আর্থিক অবস্থা জাই হোক, সদিচ্ছার জয় সর্বত্র। মানুষের পাশে থাকার ও সাহায্য করার মনোভাব থাকলে কোনওকিছুই বাধা হতে পারেনা সেটা আজও আবারও প্রমান করলেন সোনাটুলির উন্নয়ন সমিতির সদস্য ও এলাকাবাসী।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version