Thursday, August 21, 2025

আজ যুবভারতীতে আইএসএল-এর মহারণ, মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী বাগান অধিনায়ক

Date:

আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনাল। ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি। এই মুম্বইকে হারিয়েই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন। এবার ফের একবার ছাংতে, দিয়াজদের হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হতে চাইছে আন্তোনিও হাবাসের দল।

মুরশুম শুরু করেছিলো ডুয়ান্ড কাপ জয় দিয়ে। তারপর জয় লিগ-শিল্ড। আর এবার আইএসএল ট্রফি। সামনে সেই মুম্বই। লড়াই কঠিন হলেও, ত্রিমুকুট জয়ের লক্ষ্যে যে দল ঝাপাবে তা জানাতে ভুললেন না বাগান অধিনায়ক শুভাশিস বোস। এই ম্যাচ নিয়ে তিনি বলেন, “ গত আট মাসে আমরা মাঠে সর্বস্ব দিয়েছি। এই ট্রফি জেতাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের একমাত্র স্বপ্ন ত্রিমুকুট জয়। মোহনবাগানের সমৃদ্ধ ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চাই আমরা। মরশুমের শুরুতে আমাদের লক্ষ্য ছিল আইএসএল লিগ-শিল্ড ও খেতাব জয়। ফুটবলার হিসেবে আমি সব ম্যাচ জিততে চাই। আর ম্যাচ জেতা মানেই ট্রফি ঘরে নিয়ে আসা।“

এদিকে ফের ঘরের মাঠে খেলা। আর এটা বাগানের অ্যাডভান্টেজ বলে মনে করছেন সবুজ-মেরুন ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। এই নিয়ে তিনি বলেন,”গত ৩-৪টে ম্যাচে ৬০ হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন। ওরাই আমাদের বাড়তি শক্তি জোগান। এর থেকে ভালো সমর্থকদের সামনে আমি কোনও দিন খেলিনি। মাঝেমধ্যে নিজেদের মধ্যে বলা কথাও শুনতে পাচ্ছিলাম না।এটা আমাদের অ্যাডভান্টেজ।”

আরও পড়ুন- স্টার্কের ৪ উইকেট, মুম্বইকে ২৪ রানে হারাল কলকাতা

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version