Sunday, August 24, 2025

ভোটের মাঝেই ঝাড়খণ্ডে কোটি কোটি টাকা উদ্ধার! ইডির ‘তৎপরতা’ নিয়ে প্রশ্ন

Date:

শনিবার রাতেই নাকাতল্লাশি চালিয়ে একটি এসইউভি গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল দিল্লি পুলিশ। আর তারপর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উদ্ধার টাকার পাহাড়। লোকসভা নির্বাচনের মাঝেই ঝাড়খণ্ডে টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা হানা, দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে বলে খবর। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। শেষ পাওয়া খবর তল্লাশির সময় জাহাঙ্গিরের বাড়ি থেকে ২৫ কোটি টাকা উদ্ধার করে ইডি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এই টাকা মন্ত্রীর পিএ সঞ্জীব লালের। তবে এখনও তল্লাশি এখনও চলছে। ইডি সূত্রে খবর, নোট-গণনার জন্য মেশিন নিয়ে আনা হয়েছে। তাঁদের ধারণা অর্থের পরিমাণ ৩০ কোটি পেরিয়ে যেতে পারে।

তবে শুধু টাকা নয় বেশ কিছু মহামূল্যবান গয়নাও উদ্ধার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, গত বছর আর্থিক তছরুপের একটি মামলায় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের নাম উঠে আসে। ঘটনায় রাঁচি-সহ জামশেদপুর, দিল্লি, বিহারের একাধিক জায়গায় অভিযান চালান কেন্দ্রীয় আধিকারিকরা। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করা হয়। সেই মামলার তদন্তে উঠে এসেছে মন্ত্রী তথা রাজ্যের বর্ষীয়ান কংগ্রেস নেতা আলমগীরের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের নাম।

 

সেই সূত্র ধরেই আজ তাঁর বাড়ি এবং পরিচারক জাহাঙ্গিরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এদিনের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমার কাছে এই বিষয়ে কোনও সরকারি তথ্য ছিল না। আমি টিভি দেখছিলাম। সেখান থেকেই খবর পাই আমি।”

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version