Sunday, August 24, 2025

ভোট শতাংশে গরমিল: তৃণমূলই প্রথম সরব, এবার জোটসঙ্গীদের ডাক খাড়গের

Date:

দুই দফায় ভোট পড়ার হার নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে গরমিল নিয়ে প্রথম সরব হয়েছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার মঞ্চ থেকে প্রথম ও দ্বিতীয় দফা শেষের পরে দেওয়া তথ্য ও ২৭ এপ্রিল প্রকাশিত তথ্যে বিরাট ফারাক তুলে ধরেছিলেন। এমনকি যে এলাকায় বিজেপির নির্বাচনী ফল খারাপ ছিল বেছে বেছে সেই বিধানসভা এলাকায় কীভাবে হঠাৎ ভোটের হার বেড়ে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার সেই প্রশ্ন নিয়ে বিজেপি বিরোধী দলগুলিকে এক জোট হয়ে প্রতিবাদের আবেদন করে চিঠি দিলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় ১৯ এপ্রিল নির্বাচন শেষে সন্ধ্যা ৭টায় ভোট শতাংশ ছিল ৬০ শতাংশের কাছাকাছি। দ্বিতীয় দফার ২৬ এপ্রিলের নির্বাচনে ভোট শতাংশ ছিল ৬০.৬৯ শতাংশ। ২৭ এপ্রিল কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী সেই ভোট শতাংশ বেড়ে দাঁড়াল যথাক্রমে ৬৫.৫ শতাংশ ও ৬৬.৭ শতাংশ। শেষমেশ ৩০ এপ্রিল প্রকাশিত তথ্য অনুযায়ী ভোট শতাংশ দাঁড়ালো যথাক্রমে ৬৬.১৪ শতাংশ ও ৬৬.৭১ শতাংশ। কয়েক ধাপে কেন ভোট শতাংশ বাড়ল এবং বেছে বেছে বিজেপির অপেক্ষাকৃত দুর্বল বিধানসভায় ভোট কীভাবে বাড়ল তা নিয়ে কমিশনকে প্রশ্ন করার দাবি জানাচ্ছেন খাড়গে।

সেই সঙ্গে তিনি দাবি করেন, তৃতীয় দফার পরবর্তী ভোটগুলির সম্পূর্ণ ভোটার তালিকা এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন। নিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কমিশনের এই ধরনের পদক্ষেপ নিরাপদ নয় বলেই দাবি বিরোধীদের। এবার সেই দাবিতে এবং কমিশনকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার দাবিতে সরব হওয়ার জন্য বিরোধী দলগুলিকে আবেদন জানায় কংগ্রেস।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version