Sunday, November 9, 2025

রামের আদেশ পালনের বার্তা! ‘ভোলবদলে’ বিজেপিতে যোগ দিতেই শেখর সুমনকে কটাক্ষ বিরোধীদের

Date:

দেশে তৃতীয় দফার নির্বাচনের (Third Phase Election) দিনই কংগ্রেস (Congress) শিবিরে বড়সড় ধাক্কা! মঙ্গলবারই হাত শিবির ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করলেন একদা কংগ্রেসে নাম লেখানো অভিনেতা শেখর সুমন (Sekhar Suman) ও কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাধিকা খেরা (Radhika Khera)। মঙ্গলবার দিল্লিতে (Delhi) বিজেপির প্রধান কার্যালয়ে গিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তাঁরা। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন শেখর। বিহারের পটনাসাহিব লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থীও করে হাত শিবির। কিন্তু মাত্র ৬১ হাজার ভোট পেয়ে বিরোধীদের কাছে ধরাশায়ী হয়ে পড়েন অভিনেতা।

 

তবে শেখরের আচমকা ‘ফুল বদল’কে ভালো চোখে দেখছেন না বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, পুত্র অধ্যয়নের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর প্রকাশ্যে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ডাইনি এবং কোকেনে আসক্ত অভিনেত্রী বলে আক্রমণ করেছিলেন শেখর। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মাসখানেক আগেই কঙ্গনা সম্পর্কে একেবারে অবস্থান বদল করে বরফ গলার ইঙ্গিত দিয়েছিলেন শেখর। আর সেই আশঙ্কাই এবার সত্যি হল। এতদিন বিজেপি তথা কঙ্গনার বিরুদ্ধে যিনি বারবার সরব হতেন, তিনিই একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে এবার যোগ দিলেন বিজেপিতে।

এদিন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর শেখর সুমন জানান, আমি গতকাল পর্যন্তও আমি জানতাম না, এমনটা হতে চলেছে। জীবনে অনেক কিছুই আচমকা ঘটে। আপনার কপালে কী আছে, সেটা তো জানা যায় না। তবে কখনও কখনও কোনও আদেশ শিরোধার্য করে নিতে হয়। আমি খুব ইতিবাচক একটা মনোভাব নিয়েই বিজেপিতে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাব। কারণ রামের আদেশ পালনের জন্যই আমি আজ বিজেপিতে। এরপরই দিনকয়েক আগে কটাক্ষ করলেও বিজেপির পতাকা হাতে নিয়েই ভোলবদলে ফেলে শেখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, অনুরাগ ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

 

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version