Saturday, November 8, 2025

নেই রক্তপাত, ছাপ্পা, রিগিং! রাজ্যে তৃতীয় দফার ভোটও অবাধ শান্তিপূর্ণ

Date:

প্রথম দুই দফার মতো চলতি লোকসভা ভোটের তৃতীয় দফাতেও অবাধ ও শান্তিপূর্ণ ভোটের সাক্ষী থাকল রাজ্য। এই পর্বে মালদার দুই আসন ও মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ছিল ভোট গ্রহণ। বিক্ষিপ্ত কিছু গোলমাল এবং হাতে গোনা কয়েকটি অভিযোগ ছাড়া এদিন নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।

আজ, মঙ্গলবার তৃতীয় দফায় সারা দেশের সঙ্গে এরাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে ভোট সম্পন্ন হয়। বিকেল পাঁচটা পর্যন্ত চারটি কেন্দ্রে সার্বিক ভোটের হার ৭৩.৯৩ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে ৭৬.৪৯ শতাংশ। ভোটের হারের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে মালদহ দক্ষিণ। প্রদত্ত ভোটের হার ৭৩.৬৮ শতাংশ। মালদহ উত্তরে ৭৩.৩০ এবং জঙ্গিপুরে ভোট পড়েছে শতকরা ৭২.১৩ শতাংশ। চারটি লোকসভা কেন্দ্রের সঙ্গে এদিন ভগবানগোলা বিধানসভাতেও উপ নির্বাচন হয়। সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত গড় ভোটের হার ৭৩.৬৮ শতাংশ।

তৃতীয় দফা ভোটে সবমিলিয়ে কমিশনের কাছে বিকেল ৩টে পর্যন্ত মোট ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সি ভিজিল এ ৫১টি অভিযোগ আসে, যার মধ্যে একটি বাদে বাকিগুলির সমাধান করা হয়েছে। কমিশন জানিয়েছে, এছাড়াও এনজিআরএস এ ৯৩টি এবং সিএমএস এ ২১৭টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সিপিএমের কাছ থেকে। বামেদের বড় শরিক ১৫৩টি অভিযোগ জমা দিয়েছে। অন্যদের মধ্যে বিজেপি ১০টি, তৃণমূল কংগ্রেস ১৭টি এবং কংগ্রেস ২৫টি অভিযোগ করেছে।

সেভাবে অশান্তির কোনও ঘটনা না ঘটলেও এই দফায় ভোট চলাকালীন এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে মালদার মালতিপুরে। বছর চল্লিশের ওই তৃণমূল কর্মী ক্যাম্প অফিসে সকাল থেকেই দলের কাজকর্ম করছিলেন। দুপুরের দিকে হঠাৎ সে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর।

আরও পড়ুন- বিকাল ৫টা পর্যন্ত দেশে ভোটের হার ৬০ শতাংশ, বাংলায় ৭৩.৯৩

 

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version