Wednesday, November 5, 2025

জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর ‘শীতলকুচি’ হুমকি, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

Date:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) পরাজয় নিশ্চিত জেনে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গুন্ডামির অভিযোগ জঙ্গিপুর লোকসভার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের (Dhananjay Ghosh) বিরুদ্ধে। প্রকাশ্যে জঙ্গিপুরকে ‘শীতলকুচি’ বানানোর হুমকি দিলেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই এই মন্তব্যের প্রতিবাদ করে তীব্র ধিক্কার জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) । এদিন সকালে রঘুনাথগঞ্জ ১ এর তৃণমূলের ব্লক সভাপতির গায়ে হাত তোলেন ধনঞ্জয়। শুধু তাই নয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ভোটারদের ধমকাতে চমকাতে দেখা যায় তাঁকে। এরপরই তিনি বলেন, ‘প্রয়োজনে জায়গায় জায়গায় শীতলকুচি করার অনুরোধ করবো সিআরপিএফ এবং নির্বাচন কমিশনকে।’ এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই নির্বাচন কমিশনের (Election Commission) হস্তক্ষেপ দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

সন্ত্রাসবাদি বিজেপি সরকার ঠিক কী ভাবে ভোট করাতে চাইছে তা জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের মন্তব্য থেকেই পরিষ্কার হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন (Shantanu Sen) বলেন, কেন্দ্রীয় বাহিনী বরাবরই বিজেপির অঙ্গুলী হেলনে চলে। মিডিয়ার সামনে বিজেপি কত বড় সন্ত্রাসকে উস্কানি দিচ্ছেন তা বাংলার মানুষের কাছে প্রমাণিত। পরাজয়ের পদধ্বনি শুনতে পেয়েই বিজেপি এমন কাজ করছে, মানুষ এর জবাব দেবেন বলেই মন্তব্য তাঁর। তৃণমূলের তরফে ঋজু দত্ত (Riju Dutta) বলেন, জঙ্গিপুরের মানুষ নারীবিরোধী, বাংলা বিরোধী বিজেপিকে সরিয়ে ফেলতে চায় সেটা বুঝতে পেরেই বিজেপির এই সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা। গেরুয়া শিবিরের প্রার্থী সিআরপিএফকে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূলের তরফে এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। ২০২১ সালে গত বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে সিআরপিএফ নিরীহ গ্রামবাসীদের উপর গুলি চালানোয় চারজনের মৃত্যু হয়। লোকসভা নির্বাচনে সেই ঘটনার পুনরাবৃত্তি করতে উঠে পড়ে লেগেছে বিজেপি, জঙ্গিপুরের প্রার্থীর কথাতেই তা স্পষ্ট। লাশের উপর দাঁড়িয়ে শকুনের রাজনীতি করা বিজেপির বিরুদ্ধে পদক্ষেপ করা হোক, নির্বাচন কমিশনে এমনটাই দাবি জানালো তৃণমূল কংগ্রেস।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version