Tuesday, November 11, 2025

সন্দেশখালির মিথ্যাচারের বেলুন ফুস, এখন বাংলা V/S BJP-র লড়াই: ভার্চুয়াল সভায় তোপ অভিষেকের

Date:

প্রবল দুর্যোগে উড়তে পারেনি কপ্টার। সেই কারণে বীরভূমের দলীয় প্রার্থী শতাব্দী রায় (Satabdi Ray) ও বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকারের (Sharmila Sarkar) হয়ে ভার্চুয়াল প্রচার সভা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benerjee)। আর দুটি সভা থেকেই সন্দেশখালি নিয়ে মিথ্যাচার ও বাংলার মানুষকে অপমান করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক (Abhishek Benerjee)। তাঁর কথায়, বিজেপির মিথ্যাচারের বেলুন চুপসে গিয়েছে। সন্দেশখালি নিয়ে বাংলার ১০ কোটি মানুষকে অপমান করেছে গেরুয়া শিবির। আগে ছিল তৃণমূল বনাম বিজেপির লড়াই। এখন সেটা হয়ে গিয়েছে- বাংলা বানাম বিজেপির লড়াই- তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। নাম না করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও ধুয়ে দেন অভিষেক।

সন্দেশখালির ভাইরাল ভিডিও ফুটেজ (সেই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’) প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, “বিজেপি ২০০০ টাকা দিয়ে সন্দেশখালিতে কয়েক জন মহিলাকে দিয়েছে, তৃণমূলকে ছোট করবে বলে নয়, বাংলাকে ছোট করবে বলেছে করেছে। বাংলার ১০ কোটি মানুষকে অপমান করেছে।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, আগে ছিল তৃণমূল বনাম বিজেপির লড়াই। এখন সেটা হয়েছে, বাংলা বানাম বিজেপির লড়াই। “গত তিন চার মাস ধরে বাংলাকে কলুষিত করার যে পরিকল্পনা, এটা জনসমক্ষে চলে এসেছে। সন্দেশখালির যে বেলুন, তাতে আলপিন ফুটেছে। যাঁরা গলা ফাটাতেন, মিথ্যে খবর তৈরি করে বাংলাকে নির্লজ্জ ভাবে কলঙ্কিত করার চেষ্টা, চক্রান্ত এখন জনসমক্ষে। বিজেপির প্রকৃত স্বরূপ এসেছে।”- তুলোধনা করেন অভিষেক।

বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিশানা করে অভিষেক বলেন, “বসিরহাটে বিজেপির যে প্রার্থী, সেই রেখা পাত্রের একটা ভিডিও জনসমক্ষে এসেছে। সেখানে বলছেন, যাঁরা অভিযোগ করেছেন, তাঁদের না নিয়ে যাঁদের নিয়ে গিয়েছেন, তাঁদের সঙ্গে এর যোগাযোগ নেই। বিজেপির যে প্রার্থী, যাঁর সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছেন, গঙ্গাধর কয়াল জানিয়েছেন, সেই রেখা ২০০০ টাকা নিয়ে মিথ্যে মামলা করেছেন। বিজেপি যাঁদের রাষ্ট্রপতির কাছে নিয়ে গিয়েছে, তাঁদের সাজিয়ে নিয়ে গিয়েছে। আমি বলছি না। বিজেপি মণ্ডল সভাপতি, বিজেপির প্রার্থী বলেছেন।”

এর পরেই তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, এখানে ধর্ষণ করা হয়নি। ইচ্ছা করে ২০০০ টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। গোটা দেশের কাছে ক’টা ভোটের জন্য বাংলার মানুষকে ছোট করেছে বিজেপি।”

এদিনের সভা থেকে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন অভিষেক। বুধবার, বাঁকুড়ায় সভায় যাওয়ার সময় “চোর চোর” স্লোগান দেওয়া হয় তাঁকে।  বলেন, “সন্দেশখালির ঘটনা সামনে আসার পর যেখানে পথসভা করে মায়েরা গর্জে উঠেছিলেন যে, সন্দেশখালির অপমান মানব না, সেই রাস্তায় বুধবার বিজেপির এক নেতা যে শব্দবন্ধ ব্যবহার করেছেন, আপনারা দেখেছেন। যাঁরা নারী ক্ষমতায়ন নিয়ে যাঁরা কথা বলেন, তাঁদের দেখুন।” তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, যাঁরা অন্যদের চোর বলত, সেই বিজেপি নেতাদের এখন “চোর” স্লোগান শুনতে হচ্ছে। অভিষেকের মতে, “ভাল লোকেরা বিজেপি করে না। পাড়ার চোর, চিটিংবাজেরা বিজেপি করে। এঁদের মানসিকতা ভাবুন, শীতলখুচিকাণ্ডের নেপথ্যে যিনি, তাঁকে এখানে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। কমিশন প্রার্থীপদ বাতিল করে। এখন ডামি প্রার্থী দিয়েছে বিজেপি।” গত ১০ বছরে গেরুয়া শিবিরের কোনও নেতা মানুষের খোঁজ নেয়নি বলে অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

এসএসসি মামলা নিয়েও বিজেপি নেতৃত্বকে তুলোধনা করেন অভিষেক। বলেন, “বিজেপি বলেছিল এসএসসি নিয়ে বোম ফেলব। তৃণমূল বেসামাল হবে। মানুষের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র, সেই বেলুনে আলপিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এদের বাড়া ভাতে ছাই দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট যে অর্ডার দিয়েছিলেন, ২৫ হাজার জনের চাকরি বাতিল, তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা মনে করি এখনও বিচারব্যবস্থায় মেরুদণ্ড সোজা রাখা লোকজন রয়েছে বলে দেশটা বেঁচে রয়েছে।” অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, সংবিধান থাকবে, দেশ থাকবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি থাকবে না।






Related articles

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...
Exit mobile version