Monday, August 25, 2025

তিন দফায় শান্তিপূর্ণ ভোট বাংলায়, রাজ্যের প্রশংসায় নির্বাচন কমিশনার!

Date:

লোকসভা নির্বাচনের ( Loksabha Election) তিন দফা ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। ১৯ এপ্রিল ২৬ এপ্রিল এবং ৭ মে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও নির্বাচন সম্পন্ন হয়েছে। তিন দফা ভোটের শেষে রিপোর্ট দেখে উচ্ছ্বসিত জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। হিংসাত্মক ঘটনা কিংবা প্রাণহানির মত কোনও খবর মেলেনি। অবাধ শান্তিপূর্ণ ভোট হওয়ায় বাংলার প্রশংসায় পঞ্চমুখ নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar)।

প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয় এবং গত মঙ্গলবার তৃতীয় দফায় ভোট হয়ে গেল মালদহ উত্তর, মালদহ দক্ষিণ ও জঙ্গিপুরে। নির্বাচন এখনও পর্যন্ত রক্তপাতহীন। রিপোর্ট জমা পড়তেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের (Ariz Aftab) উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল কমিশনারের মুখে। এখনও চার দফায় ভোট পর্ব বাকি আছে। বুধবার রাজ্য নির্বাচন দফতরের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

আগামী ১৩ তারিখ কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুরে চতুর্থ দফার ভোট হবে। এরপর ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়ায়। ষষ্ঠ দফায় ২৫ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরে নির্বাচন। সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ হবে আগামী  ১ জুন। সেদিন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগরে নির্বাচন হবে। বাকি চার দফাতেও যাতে ভোটের দিন বা আগে পরে কোনও হিংসাত্মক ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে কমিশন।

 

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version