Tuesday, November 11, 2025

তিন দফায় শান্তিপূর্ণ ভোট বাংলায়, রাজ্যের প্রশংসায় নির্বাচন কমিশনার!

Date:

লোকসভা নির্বাচনের ( Loksabha Election) তিন দফা ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। ১৯ এপ্রিল ২৬ এপ্রিল এবং ৭ মে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও নির্বাচন সম্পন্ন হয়েছে। তিন দফা ভোটের শেষে রিপোর্ট দেখে উচ্ছ্বসিত জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। হিংসাত্মক ঘটনা কিংবা প্রাণহানির মত কোনও খবর মেলেনি। অবাধ শান্তিপূর্ণ ভোট হওয়ায় বাংলার প্রশংসায় পঞ্চমুখ নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar)।

প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয় এবং গত মঙ্গলবার তৃতীয় দফায় ভোট হয়ে গেল মালদহ উত্তর, মালদহ দক্ষিণ ও জঙ্গিপুরে। নির্বাচন এখনও পর্যন্ত রক্তপাতহীন। রিপোর্ট জমা পড়তেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের (Ariz Aftab) উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল কমিশনারের মুখে। এখনও চার দফায় ভোট পর্ব বাকি আছে। বুধবার রাজ্য নির্বাচন দফতরের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

আগামী ১৩ তারিখ কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুরে চতুর্থ দফার ভোট হবে। এরপর ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়ায়। ষষ্ঠ দফায় ২৫ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরে নির্বাচন। সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ হবে আগামী  ১ জুন। সেদিন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগরে নির্বাচন হবে। বাকি চার দফাতেও যাতে ভোটের দিন বা আগে পরে কোনও হিংসাত্মক ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে কমিশন।

 

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version