Wednesday, December 17, 2025

সন্দেশখালির ঘটনা বিজেপির চক্রান্ত! এবার নির্বাচন কমিশনে গেল তৃণমূল

Date:

সন্দেশখালির ঘটনা আসলে বিজেপির চক্রান্ত। এই ঘটনা নিয়ে এবার নির্বাচন কমিশনে গেল তৃণমূল। দিল্লিতে কমিশনের সদর দফতরে গেলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ। কিছুদিন আগেই সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ভাইরাল হয়। এর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সেখানে বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা আসলে শুভেন্দু অধিকারীর পরিকল্পনা ছিল। এই ঘটনার পর থেকেই কার্যত ব্যাকফুটে বিজেপি। তাদের তরফে বলা হয়, এই ভিডিও সাজানো। তবে তা ধোপে টেকেনি। নির্বাচনী প্রচারে এই ভিডিওকে ইস্যু করেছে তৃণমূল। আর এবার এই প্রসঙ্গেই কমিশনে গেল রাজ্যের শাসক দল। এদিন সাংসদ সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফে একটি ডেপুটেশন জমা করেন নির্বাচন কমিশনের কাছে।

পাশাপাশি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে অশালীন শব্দ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।বসিরহাট আসনে বিজেপি প্রার্থী রেখা পাত্রও দু’হাজার টাকার বিনিময়ে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ দায়ের করেছিলেন বলে দাবি করেছিলেন পদ্মনেতা। বিজেপি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে ওই ভিডিয়োকে ‘সাজানো’ এবং ‘বিকৃত’ বলেছে। গঙ্গাধরও কণ্ঠস্বর বিকৃতির অভিযোগ তুলেছেন। সবমিলিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু–সহ আরও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে নালিশ করা হয়েছে, মিথ্যে ধর্ষণের অভিযোগ করার জন্য। সন্দেশখালির বিজেপি নেতাদের সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে।




Related articles

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...
Exit mobile version