Friday, August 29, 2025

সন্দেশখালির ঘটনা আসলে বিজেপির চক্রান্ত। এই ঘটনা নিয়ে এবার নির্বাচন কমিশনে গেল তৃণমূল। দিল্লিতে কমিশনের সদর দফতরে গেলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ। কিছুদিন আগেই সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ভাইরাল হয়। এর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সেখানে বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা আসলে শুভেন্দু অধিকারীর পরিকল্পনা ছিল। এই ঘটনার পর থেকেই কার্যত ব্যাকফুটে বিজেপি। তাদের তরফে বলা হয়, এই ভিডিও সাজানো। তবে তা ধোপে টেকেনি। নির্বাচনী প্রচারে এই ভিডিওকে ইস্যু করেছে তৃণমূল। আর এবার এই প্রসঙ্গেই কমিশনে গেল রাজ্যের শাসক দল। এদিন সাংসদ সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফে একটি ডেপুটেশন জমা করেন নির্বাচন কমিশনের কাছে।

পাশাপাশি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে অশালীন শব্দ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।বসিরহাট আসনে বিজেপি প্রার্থী রেখা পাত্রও দু’হাজার টাকার বিনিময়ে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ দায়ের করেছিলেন বলে দাবি করেছিলেন পদ্মনেতা। বিজেপি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে ওই ভিডিয়োকে ‘সাজানো’ এবং ‘বিকৃত’ বলেছে। গঙ্গাধরও কণ্ঠস্বর বিকৃতির অভিযোগ তুলেছেন। সবমিলিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু–সহ আরও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে নালিশ করা হয়েছে, মিথ্যে ধর্ষণের অভিযোগ করার জন্য। সন্দেশখালির বিজেপি নেতাদের সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে।




Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version