Thursday, August 21, 2025

শিক্ষক ঘাটতি মেটাতে নয়া ভাবনা! নতুন শিক্ষাবর্ষ থেকেই শুরুর পরিকল্পনা সংসদের 

Date:

এবার থেকে একেবারে অন্য ধাঁচে ক্লাসে পড়ানোর ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBHSE)। ক্লাস্টার কনসেপ্টে (Claster Concept) শুরু হতে চলেছে ক্লাস (Class)। এর ফলে স্কুলগুলিতে একদিকে যেমন শিক্ষকের অভাব মিটবে অন্যদিকে বিভিন্ন বিষয়ে সব স্কুলের পঠন-পাঠনের ব্যবস্থাও করা যাবে। নতুন শিক্ষাবর্ষ থেকেই এই পরিকল্পনা শুরু করার ইচ্ছে রয়েছে সংসদের।

এই ক্লাস্টার কনসেপ্ট-র বিষয়ে জানাতে গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, উচ্চ মাধ্যমিক স্তরে এত বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যেখানে দেখা যায় প্রত্যেক স্কুলেই কোনও না কোনও বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে। যদি দেখা যায়, একটি স্কুলে কোনও একটি বিষয়ের শিক্ষক রয়েছেন কিন্তু পাশের স্কুলে সেই বিষয়টি নেই সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের সেই শিক্ষককে পাশের স্কুলে নিয়ে গিয়ে বা পাশের স্কুলের ওই বিষয়ের পড়ুয়াদের সেই স্কুলে নিয়ে এসে পড়ানো হবে। প্রয়োজনে কলেজের অধ্যাপকরা এসেও সংশ্লিষ্ট বিষয়ে পড়াতে পারেন। এই পুরো ভাবনাটিকেই বলা হচ্ছে ক্লাস্টার কনসেপ্ট।

এদিকে চলতি ২০২৪- ২৫ শিক্ষাবর্ষ থেকেই অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি ও সাইন্স এন্ড ওয়েল বিইং বলে তিনটি নতুন বিষয় নিয়ে আসা হচ্ছে। এই বিষয়গুলোর জন্যই অনলাইনে প্রশিক্ষণ দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে নতুন শিক্ষক নিয়োগ করে নয়, বরং এই নতুন বিষয়ের সঙ্গে মিল রয়েছে এমন সম্ভাব্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version