Thursday, November 13, 2025

ইতিমধ্যে আগামী মরশুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলে ধারাবাহিক ব্যর্থতা ঢেকে সাফল্য পাওয়ার লক্ষ্যে আগামী মরশুমের জন্য শক্তিশালী দলগঠনের কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে ইস্টবেঙ্গল। দাবি করছেন ক্লাব ও লগ্নিকারী সংস্থার কর্তারা।

বৃহস্পতিবার লগ্নিকারী সংস্থা এবং ক্লাব কর্তারা বৈঠকে বসেছিলেন। লগ্নিকারী সংস্থার তরফে মণীশ গোয়েঙ্কা, সন্দীপ আগরওয়াল এবং ক্লাবের তরফে দেবব্রত সরকার, ডাঃ প্রণব দাশগুপ্ত, রূপক সাহা ও সৈকত গঙ্গোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন। ক্লাব ও লগ্নিকারী সংস্থা যৌথভাবেই দলগঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। বাজেটও বাড়ছে বলে সূত্রের খবর। সেখানে নতুন মরশুমের দলগঠন নিয়ে আলোচনা হয়। ঠিক হয়েছে, এবার সাত বিদেশি রিক্রুট করা হবে। ইতিমধ্যে হিজাজি মাহের, সাউল ক্রেসপো এবং ক্লেটন সিলভার চুক্তি নবীকরণ করেছে ক্লাব।

এই নিয়ে বৈঠকের পর এক কর্তা বললেন, ‘‘আমরা অর্ধেকের বেশি দলগঠনের কাজ শেষ করে ফেলেছি। নতুন যে বিদেশি আমরা নিচ্ছি তাদের মধ্যে একজন স্ট্রাইকার, একজন মিডফিল্ডার এবং দু’জন ডিফেন্ডার।’’ পাঞ্জাব এফসি-র ফরাসি উইঙ্গার মাদিয়া তালালকে ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে দল। বাকি আর তিন বিদেশিকে সই করাতে চায় ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শ ও পছন্দ মেনেই দলগঠন চলছে বলে জানিয়েছেন কর্তারা।

বৈঠকের পর ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘আর ৪-৫ জন ফুটবলারের সই বাকি আছে। বাজেট নিয়ে কোনও সমস্যা নেই। ভালমানের স্বদেশি ও বিদেশি ফুটবলার আমরা নিচ্ছি। মানের সঙ্গে আমরা কোনও সমঝোতা করব না। কোচ আমাদের যা বলছেন, সেটাই মেনে চলছি। আমরা চাই, ১৫ জুনের মধ্যে দলগঠনের কাজ শেষ করতে।’’

বিদেশে নয়, আগামী মরশুমের জন্য প্রি-সিজন ট্রেনিং দেশেই হতে পারে বলে জানিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা।

আরও পড়ুন- তুঙ্গে রাহুল-গোয়েঙ্কা ঝামেলা, নেতৃত্ব থেকে সরতে পারেন লখনৌ অধিনায়ক : সূত্র

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version