মনোনয়ন জমা দেওয়ার আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন সৌগত রায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে যান। তিনবারের সাংসদ সৌগত রায়ের জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল।
আগামী পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের সপ্তম দফায় নির্বাচন। বারাসাতের কাছারি ময়দানের সামনে থেকে বাইক র্যালির মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সৌগত রায়।