কোথাও উপড়ে গেল গাছ ,কোথাও ভেঙে পড়ল হোডিং! ধুলোঝড়ে লন্ডভন্ড দিল্লি

কয়েক মিনিটের দুর্যোগে রীতিমতো তছনছ হয়ে গেল রাজধানী। শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ আচমকাই দিল্লিতে ৭০ কিলোমিটার বেগে ঝড় শুরু হয়। এনসিআরের কিছু অঞ্চলে ও দুর্যোগ দেখা যায়।ঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন অন্ততপক্ষে ২৩ জন।

মৌসম ভবন (IMD) জানিয়েছে কোথাও কোথাও প্রায় ৭৭ কিলোমিটার বেগে ঝড় হয়েছে বলে রিপোর্ট মিলেছে। কোথাও উপড়ে গিয়েছে গাছ, কোথাও আবার বড় বড় বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। বেশ কিছু জায়গায় রাস্তার উপরে বিশাল বড় হোর্ডিং ভেঙে পড়ার মতো ঘটনাও ঘটেছে। দিল্লি পুলিশ (Delhi Police) সূত্রে খবর, ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা দিল্লি-সহ ঝড় হয়েছে এনসিআরের লোনি দেহাত, হিন্ডন এএফ স্টেশন, গাজ়িয়াবাদ, ইন্দিরাপুরম, ছাপরাউলা, নয়ডা, দাদরি, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম এবং ফরিদাবাদেও। দুর্যোগের কারণে শুক্রবার রাতে দিল্লি বিমানবন্দর থেকে ৯টি বিমান জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। গাছ উপড়ে যাওয়ার ফলে বিভিন্ন এলাকা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ জমা পড়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবারেও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

Previous articleসত্যিই অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? কাজ ফেলে ভিকি ছুটলেন বউয়ের কাছে!
Next article“মোদির মুখ শাহের শরীর, ওর কোনও বীরত্ব নেই”! শুভেন্দুকে ধুয়ে দিলেন কল্যাণ