Wednesday, November 5, 2025

জামিন মিলতেই চেনা মেজাজে! আজ দিল্লিতে একাধিক কর্মসূচি অরবিন্দ কেজরিওয়ালের

Date:

শুক্রবার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। আর শনিবার থেকেই এক মুহূর্ত সময় নষ্ট না করে লোকসভা ভোটের প্রচারে নামছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) অন্তর্বর্তী জামিনের (Interim Bail) আবেদন মঞ্জুর করে। মূলত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলছিল বিরোধীরা, এদিন সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই বিজেপিকে (BJP) একপ্রকার চাপে ফেলে দিল আপ (AAP)।


৫০ দিন জেলে ছিলেন কেজরি। শুক্রবার তিহার জেল থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেন দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি বলেছিলাম তাড়াতাড়ি আসব, এসে গিয়েছি। শনিবার সকাল ১১টায় কনট প্লেসে হনুমানজির আশীর্বাদ নিতে যাওয়ার কথা রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি চাইব সকলে আসুন, সকলে হনুমানজির আশীর্বাদ নিন। এরপর বেলা ১টায় পার্টি অফিস যাবেন আপ সুপ্রিমো। সেখানে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে তাঁর।

এরপর শনিবারই দক্ষিণ দিল্লিতে একটি রোড শো-তেও অংশ নেবেন কেজরিওয়াল। তিনি বলেন, ৪ হাজার বছরের পুরনো দেশ। মহান দেশ ভারত। কিন্তু যখনই এই দেশে কেউ একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, মানুষ তাদের কখনও রেয়াত করেনি। আজ দেশ সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কেজরি আরও বলেন, আমি শরীর, মন, সব দিক দিয়ে তার বিরুদ্ধে লড়ছি। তবে ১৪০ কোটি মানুষকে মিলে এই নৈরাজ্যকে হারাতে হবে। আমি মানুষের কাছে আবেদন করব, আমাদের সকলকে মিলে এই দেশকে বাঁচাতে হবে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version