জামিন মিলতেই চেনা মেজাজে! আজ দিল্লিতে একাধিক কর্মসূচি অরবিন্দ কেজরিওয়ালের

0
1

শুক্রবার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। আর শনিবার থেকেই এক মুহূর্ত সময় নষ্ট না করে লোকসভা ভোটের প্রচারে নামছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) অন্তর্বর্তী জামিনের (Interim Bail) আবেদন মঞ্জুর করে। মূলত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলছিল বিরোধীরা, এদিন সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই বিজেপিকে (BJP) একপ্রকার চাপে ফেলে দিল আপ (AAP)।


৫০ দিন জেলে ছিলেন কেজরি। শুক্রবার তিহার জেল থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেন দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি বলেছিলাম তাড়াতাড়ি আসব, এসে গিয়েছি। শনিবার সকাল ১১টায় কনট প্লেসে হনুমানজির আশীর্বাদ নিতে যাওয়ার কথা রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি চাইব সকলে আসুন, সকলে হনুমানজির আশীর্বাদ নিন। এরপর বেলা ১টায় পার্টি অফিস যাবেন আপ সুপ্রিমো। সেখানে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে তাঁর।

এরপর শনিবারই দক্ষিণ দিল্লিতে একটি রোড শো-তেও অংশ নেবেন কেজরিওয়াল। তিনি বলেন, ৪ হাজার বছরের পুরনো দেশ। মহান দেশ ভারত। কিন্তু যখনই এই দেশে কেউ একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, মানুষ তাদের কখনও রেয়াত করেনি। আজ দেশ সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কেজরি আরও বলেন, আমি শরীর, মন, সব দিক দিয়ে তার বিরুদ্ধে লড়ছি। তবে ১৪০ কোটি মানুষকে মিলে এই নৈরাজ্যকে হারাতে হবে। আমি মানুষের কাছে আবেদন করব, আমাদের সকলকে মিলে এই দেশকে বাঁচাতে হবে।