Saturday, November 8, 2025

সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য! স্থানীয়দের তাড়ায় ব্যাগ ফেলে চম্পট দুষ্কৃতীদের 

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে বিরোধীদের লাগাতার গাজোয়ারিতে ফের অশান্ত হয়ে উঠল সন্দেশখালি (Sandeshkhali)। একাধিক ভাইরাল ভিডিয়ো নিয়ে বিতর্কের মধ্যেই ফের অস্ত্র উদ্ধার সন্দেশখালিতে। সন্দেশখালির জেলিয়াখালি এলাকায় এই অস্ত্র (Illegal Weapons) উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সূত্রের খবর, একটি ভাঙা লং ব্যারেল আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে কী উদ্দেশ্যে সেখানে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়দের মতে, শুক্রবার সন্ধ্যায় জেলিয়াখালির রামপুর এলাকায় বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল তৃণমূলের। গ্রামবাসীদের দাবি, সভাস্থলের আশপাশে দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভয় দেখাচ্ছিল সাধারণ মানুষকে। তখনই এলাকার লোকজন একজোট হয়ে দুষ্কৃতী দলকে তাড়া করলে পিয়ারাখালি ফেরিঘাটের কাছে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। সেই ব্যাগের ভিতরেই রাখা ছিল ভাঙা একটি লং ব্যারেল আগ্নেয়াস্ত্র। এছাড়াও বেশকিছু অস্ত্রশস্ত্র মজুত ছিল ব্যাগে। পরে সেই ব্যাগটি সন্দেশখালি থানার পুলিশের উদ্ধার করে। ভোটের আবহে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

এদিকে, পলাতক দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের কাছে দরবার করেছেন স্থানীয়রা। এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের হয়েছে সন্দেশখালি থানায়। ইতিমধ্যে ফেরার দুষ্কৃতীদের খোঁজ পেতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে পুলিশের তরফে। তবে এর আগেও সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্র ভাণ্ডারের খোঁজ পেয়েছিল সিবিআই। মিলেছিল প্রচুর বিস্ফোরক এবং বিদেশি অস্ত্রও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঠিক ১৫ দিনের মাথায় আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল সন্দেশখালিতে।


Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version