Friday, December 19, 2025

একশো দিনের কাজ, আবাসের পর কেরোসিন! কমল কেন্দ্রের বরাদ্দ

Date:

Share post:

রাজ্যের প্রতি কেন্দ্রে বঞ্চনার যে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে এবার তাতে নতুন নাম যোগ হল রেশনে বরাদ্দ কেরোসিন। পরিস্থিতি কেন্দ্রের তরফ থেকে এতটাই কঠিন করে দেওয়া হল যে এবার সাধারণ মানুষকে জ্বালানির জন্য কাঠকয়লায় ফিরে যেতে হবে বলে রেশন ডিলারদের একাংশের মত। সুচতুর কৌশলে চাহিদা কমের দাবি তৈরি করে এবার এক ধাপে রাজ্যে রেশনের কেরোসিনের বরাদ্দ অর্ধেকেরও বেশি কমিয়ে দেওয়া হল কেন্দ্রের তরফে।

কেন্দ্রের কেরোসিনের বরাদ্দ নিয়ে রাজ্যের সঙ্গে বিরোধ এতটাই চরমে পৌঁছায় যে হাইকোর্টে মামলাও দায়ের হয়। আদালত নির্দেশ দেয় রাজ্যের প্রয়োজন অনুযায়ী কেন্দ্রের কাছে রাজ্য খাদ্য দফতরের পক্ষ থেকে চাহিদা জানানো হবে। সেই অনুযায়ী পর্যালোচনা করে বরাদ্দ স্থির করবে কেন্দ্র। সেই অনুযায়ী এপ্রিল মাসে রাজ্যের জন্য ৫৮ হাজার কিলোলিটার কেরোসিন। সেই পরিমাণ মে ও জুন দুই মাসের জন্য গিয়ে দাঁড়ায় ৩৯ হাজার ২১২ কিলোলিটার। অর্থাৎ প্রতিমাসে বরাদ্দ হচ্ছে ২০ হাজার কিলোলিটারেরও কম। অর্থাৎ মে মাসে প্রায় ৬০ হাজার কিলোলিটারের বদলে রাজ্য পাবে প্রায় ২০ হাজার কিলোলিটার।

রাজ্যের তরফ থেকে চাহিদা কমানো না হলেও নিজেদের ইচ্ছামতোই কেরোসিন বরাদ্দ করেছে কেন্দ্র। একনায়কতন্ত্রের জমানায় কেন্দ্র সরকার বাংলাকে বিজেপির বিরোধিতা করার একাধিক বঞ্চনার সম্মুখিন করেছে। বাংলার রেশন ডিলার সংগঠনের পক্ষ থেকে যেখানে কেন্দ্রের কাছে কেরোসিনের দাম কমানোর আবেদন করা হয়েছিল, সেখানে প্রত্যুত্তরে বরাদ্দ কমানোর পুরস্কার দেওয়া হল। অন্যদিকে প্রতি মাসে এত দেরিতে কেন্দ্রের কেরোসিন এসে পৌঁছায় যে বরাদ্দ কেরোসিনের পুরো তেল বিতরণ করাই সম্ভব হয়নি ডিলারদের পক্ষে। সেই কারণে চাহিদা কম হিসাবে দেখাতে পেরেছে কেন্দ্র। সেই সুযোগকেই হাতিয়ার করে এবার বরাদ্দ কমানো হল বলে দাবি ডিলার সংগঠনের।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...