ব্যারাকপুরের আমডাঙা এবং উলুবেড়িয়ার আমতায় প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মোদিকে তোপ দেগে তিনি বলেন,আজও সন্দেশখালি নিয়ে বলেছেন। আপনার জন্যই সন্দেশ অপেক্ষা করছে। রেজাল্টের দিন টের পাবেন। নিজের দিকে তাকিয়ে দেখুন সন্দেশখালির মা-বোনদের সম্মান কিভাবে ধুলোতে মিশিয়ে দিয়েছেন টাকার বিনিময়ে। লজ্জা করে না। মা বোনেদের হেয় করে অসম্মান করেন, তার মুখ থেকে বড় বড় কথা মানায় না। প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনে। মেয়েরা যেতে ভয় পাচ্ছে। প্রধানমন্ত্রীর উচিত ছিল না তাকে পদত্যাগ করে সরিয়ে নেওয়া। এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন।
মুখ্যমন্ত্রী বলেন, আজ আপনি চোর বলছেন। বাংলা চোর নয়, সবচেয়ে বড় চোর উত্তরপ্রদেশ, বিহার।নরেন্দ্র মোদিকে ‘নিষ্ঠুর’ বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কুৎসার রাজনীতি দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু এইরকম নিষ্ঠুর প্রধানমন্ত্রী দেখেনি। আমি কেন সারা পৃথিবী দেখেনি।মুসলিমদের এতো নিচু করার কোনও কারণ নেই। ওরা জানে ওদের ওবিসি সংরক্ষণ রয়েছে।