বাংলার হৃদয়ে একটু জায়গা পোক্ত করার আশায় কোনওরকম চেষ্টার কসুর করেছেন না প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)-সহ বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলার মানুষকে লাগাতার বঞ্চনা করলেও ভোটের (Loksabha Election) মুখে লাগাতার ডেইলি প্যাসেঞ্জারি (Daily Passengers) করছেন মোদি। একদিনে চার চারটি সভাও করছেন। কিন্তু রবিবারের প্রথম সভাতেই বিজেপি বিধায়কের ক্ষমার অযোগ্য ভুলের মাশুল গুনতে হল মোদিকে। যদিও মোদি নিজেই বিষয়টি লক্ষ্য করলেও তিনি এড়িয়ে গিয়েছেন। আর সেই মুহূর্তেই হাতিয়ার করে আক্রমণে তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন ব্যারাকপুরের (Barrackpore) দলবদলু বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচার সারতে যান প্রধানমন্ত্রী। দিনের প্রথম শুরুটা তিনি ভালো করে শুরু করতে চাইলেও বাধ সাধলেন বিজেপি বিধায়ক পবন সিং (Pawan Singh)। আর অনুষ্ঠানের শুরুতেই ছন্দপতন। বিষয়টি ধামাচাপা দিতে শেষমেশ আসরে নামতে হয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।

ঠিক কী হয়েছিল?
এদিন মোদি প্রথমে এসেই মঞ্চে বসেছিলেন। নিজের ভাষণ সংক্ষিপ্ত করে তখন মোদি বন্দনায় বুঁদ সুকান্ত থেকে শুরু করে প্রার্থী অর্জুন। সব ঠিকঠাক চলছিল। কিন্তু মোদিকে সম্বর্ধনা দিতে গিয়ে বড় কাণ্ড ঘটালেন বিজেপি বিধায়ক পবন সিং। এদিন প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি ফ্রেম উপহার দেন তিনি। কিন্তু তিনি হয়তো ভেবেছিলেন প্রধানমন্ত্রীর থেকে বড় আর কেউ নন সেকারণেই একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঠিকঠাক আছে কিনা সেদিকে নজরই নেই। তবে মুখে ভাঁওতাবাজি করলেও মোদির বাংলার সংস্কৃতি নিয়ে যে একেবারে মাথাব্যথা নেই তা রবিবাসরীয় বিকেলে একেবারে পরিস্কার হয়ে গেল। এদিন রবীন্দ্রনাথের উল্টো ফ্রেম মোদিকে উপহার দেন পবন। মোদিও নিজে হাতে সেই উপহার গ্রহণ করছেন এমন মুহূর্তের সাক্ষী কর্মী সমর্থক, রীতিমতো হাসিমুখে ছবি তুলছেন। কিন্তু আচমকাই বিষয়টি নজরে আসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি তড়িঘড়ি আসরে নেমে নিজের হাতে ফ্রেম সোজা করে মোদির হাতে দেন। সভা শেষ হতেই সেই মুহুর্তের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব তৃণমূল। তৃণমূলের অভিযোগ, “এরা নাকি বাংলার হৃদয় জয় করতে চায়”।

Glaring visuals from PM @narendramodi‘s rally in Barrackpore today!
The PM received an UPSIDE DOWN PORTRAIT of Kabiguru Rabindranath Tagore from Bhatpara BJP MLA Pawan Singh.
এরা নাকি বাংলার হৃদয়ে জায়গা করতে চায়! pic.twitter.com/TUqUCk1Bt6
— All India Trinamool Congress (@AITCofficial) May 12, 2024
এদিনের সভায় বক্তব্য রাখতে উঠে প্রথমেই বাংলার সংস্কৃতি, ইতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার মিথ্যা বুলি আওড়ালেও দিনের শেষে বাংলার সংস্কৃতি সম্পর্কে মোদি যে কতখানি ওয়াকিবহাল তা তৃণমূলের ভিডিও দেখলেই নজরে আসছে। বাংলায় প্রচারে এসে শুধু রাজ্যকেই নয় নিজের ইমেজ তৈরি করতে রবীন্দ্রনাথ থেকে শুরু করে রামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দ কোনওকিছুকেই টেনে আনতে বুক কাঁপছে না মোদির। তাঁদের সম্পর্কে কতটুকু জানেন তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি প্রচারে যাদের ঢাল হিসেবে ব্যবহার করে বিরোধীদের আক্রমণ করছেন তাঁদের নূন্যতম সম্মান টুকুও মোদি সরকার যে দিতে অপারগ তা পরিষ্কার। তবে এদিন সন্দেশ খালি ইস্যু নিয়ে চেঁচামেচি করলেও সুপ্রিম রায়ের জেরে মুখ পোড়ার পর বিষয়টি সুকৌশলেই এড়িয়ে গিয়েছেন নমো। তবে এদিনের সভা থেকে ৫ ভাঁওতাবাজির প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। তিনি বলেন,

যত দিন মোদি আছে ততদিন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যাবে না

এসসি, ওবিসিদের সংরক্ষণ কেউ ছিনিয়ে নিতে পারবে না

রাম নবমী পালন করতে কেউ বাধা দিতে পারবে না

রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কেউ পাল্টাতে পারবে না

সিএএ আইন কেউ রদ করতে পারবে না

তবে মোদির এই মনগড়া বক্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল। এদিন এক্স হ্যান্ডেলে দলের তরফে মন্ত্রী শশী পাঁজা এক ভিডিওবার্তায় বলেন, মোদি জি আপনি বাংলায় এসে আপনার ‘গ্যারান্টির’ কথা শুনিয়েছেন। কিন্তু আপনাদের গ্যারান্টি মানে কি নারীদের অসম্মান করা? কারণ ধর্ষকদের সুরক্ষাকবচ হয়ে উঠছেন আপনি। আর আপনার ছায়ায় থাকা নেতারা ধর্ষন করলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আপনাকে নিতে দেখা যায় নি। আর এখন আপনি সন্দেশখালির মা, বোনেদের ধমক দিচ্ছেন। আপনাদের দলের সন্দেশখালির প্রার্থী ও নেতাকর্মীদের ভাঁওতাবাজি মানুষ বুঝতে পেরেছেন। আর সেকারণেই তাঁদের ভুল বুঝিয়ে ধর্ষনের অভিযোগ ফিরিয়ে নিতে চাইতেই আপনাদের আসল রূপ সামনে এসেছে। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই সন্দেশখালিতে শান্তির বাতাবরণ ফিরেছে বলে দাবি তৃণমূলের।

PM @narendramodi, your guarantee is Nari-Apmaan.@DrShashiPanja rightly condemned the BJP for coercing women into signing blank papers. And when these brave women speak out, they face death threats.
And now, PM, you have the nerve to threaten the women of Sandeshkhali. ABSOLUTE… pic.twitter.com/4Ggrct7ukD
— All India Trinamool Congress (@AITCofficial) May 12, 2024